সমস্যা: আমি সরকারি এমএম কলেজ, যশোর গণিত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। প্রায় এক বছর ধরে ঘুম থেকে ওঠার পর চোখে ময়লা দেখতে পাই, যা খুবই বিরক্তিকর। রাতে সাড়ে পাঁচ ঘণ্টা থেকে ছয় ঘণ্টা ঘুমাই। মনে করতাম, বাইরের ধূলিকণা চোখে পড়ে, সে জন্য সমস্যা হয়। আমি কোনো চিকিৎসকের শরণাপন্ন হইনি। প্রায় তিন মাস ধরে ডে-নাইট চশমা ব্যবহার করছি। এতে কিছুটা কমেছে। পড়ার সময় খালি চোখে থাকি। সম্পূর্ণভাবে চোখ পরিষ্কার রাখার পরামর্শ দেবেন আশা করি।
আসাদ, সরকারি এমএম কলেজ, যশোর।
সমাধান: আপনি জানিয়েছেন, আপনার চোখে নিয়মিত ময়লা হচ্ছে। অনেক সময় চোখের পাতার গোড়া অপরিচ্ছন্ন থাকলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার চোখের ঝিল্লিতে ইনফেকশন থাকলেও তা হতে পারে। আপনি এ সমস্যা উপশমের জন্য উভয় চোখের পাতার চুলের গোড়া প্রতিদিন সকালে কুসুম গরম জলে কটন বাড ভিজিয়ে তা দিয়ে পরিষ্কার করতে পারেন। এ কাজটি নিয়মিত অন্ততপক্ষে তিন মাস করতে হবে। রাতে ঘুমানোর আগে টেরামাইসিন চোখের মলম উভয় চোখে লাগাবেন। দেড় মাসের ভেতর উপকার পাওয়ার কথা। যদি দেড় মাসে আপনার সমস্যার উপশম হয়, তাহলে টেরামাইসিন বন্ধ করে দেবেন, কিন্তু পাতার চুলের গোড়া পরিষ্কারের কাজটি চালিয়ে যাবেন। এর পরও সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন।
পরামর্শ দিয়েছেন
মো. শফিকুল ইসলাম
চক্ষুবিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৯, ২০১০
Leave a Reply