যদিও পাশ্চাত্যের একটি গবেষণা, তবু তা লক্ষ করার মতো। Rectal Cancer বা মলাশয়ের ক্যানসার অনূর্ধ্ব-৪০ লোকের মধ্যে কম হলেও গত ২০ বছরে তা ব্যাপকভাবে বাড়ছে। তবে এর কারণ রহস্যময়।
কোলন ক্যানসার বা মলান্ধ্র ক্যানসার ও মলাশয়ের ক্যানসারের ঝুঁকি একই রকম। তবে মলান্ধ্র ক্যানসার একই রকম থাকলেও মলাশয় ক্যানসার প্রতিবছর ৩ দশমিক ৮ শতাংশ হারে বেড়ে চলেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে বিখ্যাত মেডিকেল জার্নাল ক্যানসারে। এই গবেষণার মুখ্য গবেষক, ফিলাডেলফিয়ার একটি ক্যানসার সেন্টারের চিকিৎসক জশুয়া মেয়েব বলেন, ‘এর কারণ অনুসন্ধানে বহু বইপত্র ও নিবন্ধ ঘেঁটেছি আমরা। এ ক্ষেত্রে যাঁরা কাজ করেন, তাঁদের অনেককে জিজ্ঞাসা করেছি। কেউ এর ব্যাখ্যা দিতে পারেননি। একটু রহস্যময়ই লাগছে ব্যাপারটা।’
মলাশয় ক্যানসার বয়স্কদের মধ্যে বাড়লেও বৃদ্ধির কারণ ভিন্ন। মেডিকেল গাইডলাইনে বলা হয়েছে, এ বয়সে বারবার স্ক্রিনিং করানোর কারণে ক্যানসার চিহ্নিত হচ্ছে বেশি। তবে চল্লিশের নিচে লোকজন সাধারণত মলাশয় ও মলান্ধ্র ক্যানসারের জন্য স্ক্রিনিং করেন না, যদি পরিবারে এ রোগের ইতিহাস না থাকে। তাই স্ক্রিনিং করানো লোকদের যে বেশি ক্যানসার হচ্ছে, তাও না।
আমাদের দেশে এই ক্যানসারের সঠিক পরিসংখ্যান আমার জানা নেই। তবে ক্যানসারের কারণে ঘাতক-রোগ হিসেবে এর স্থান দ্বিতীয়। কেবল মলাশয় ক্যানসারের কারণেই এত মৃত্যু হয় না। নিউইয়র্কে ওইল কর্নেল মেডিকেল সেন্টারে কাজ করার সময় এ গবেষণা করেছেন মেয়েব ও তাঁর সহকর্মীরা। তখন তাঁরা অনূর্ধ্ব-৪০ রোগীদের মধ্যে মলাশয় ক্যানসারের বৃদ্ধি লক্ষ করেন। এরপর অন্যান্য পরিসংখ্যানের সঙ্গে একে মিলিয়েও দেখেন।
এর উপসর্গ হলো, প্রথম প্রকাশের সময় হতে, বিশেষ করে মলাশয় থেকে রক্তক্ষরণ এবং রোগ নির্ণয় পর্যন্ত সময়ের গড় সাত মাস।
দেরি হওয়ার কারণ হলো, চিকিৎসকেরা প্রথম মনে করেছিলেন, রক্তক্ষরণ হচ্ছে অর্শরোগের জন্য। তাই প্রথম দিকে কোনো পরীক্ষাও করা হয়নি।
মলাশয়ের ক্যানসারের অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে মলত্যাগের অভ্যাসে পরিবর্তন, রক্তস্বল্পতা, ওজন হ্রাস ও তরল মল।
মলাশয়-মলান্ধ্র ক্যানসারের ঝুঁকির মধ্যে রয়েছে পরিবারে এ রোগের ইতিহাস, স্থূলতা, ধূমপান, মদ্যপান, লাল গোস্ত বেশি ও কম সবজিবিশিষ্ট খাদ্য, ভিটামিন ডির ঘাটতি প্রভৃতি। গবেষক দল অবশ্য অনূর্ধ্ব-৪০ লোকদের মধ্যে মলাশয় ক্যানসারের রুটিং স্ক্রিনিংয়ের জন্য অভিমত দেয়নি। এটি সাশ্রয়ী হবে না। তবে চিকিৎসকদের সচেতন থাকতে হবে। এমন পরামর্শ গবেষক দলের যে তরুণদের মধ্যে মলাশয় বা মলপথে রক্তক্ষরণ ক্যানসারের জন্যও হতে পারে।
অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৫, ২০১০
Leave a Reply