ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগ যুক্তরাষ্ট্রের চিলড্রেন অব আবরাহামের কাছ থেকে অস্ত্রোপচারের যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রীর সহায়তা পেয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এটি সবচেয়ে বড় অস্ত্রোপচারের যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী সহায়তা। এর দাম দুই কোটি টাকারও বেশি। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত নেফ্রোলজির অধ্যাপক ও ঢাকা মেডিকেল কলেজ অ্যালামনাই, যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি ডা. জিয়াউদ্দীন আহমেদ এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকার সক্রিয়তায় এই সহায়তা পাওয়া সম্ভব হয়েছে। অনাবাসিক বাংলাদেশি চিকিৎসক সংগঠন বাংলাদেশে মেডিকেল শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি বেশ কিছু প্রশিক্ষণ কার্যক্রমও পরিচালনা করছে। এই অস্ত্রোপচারের যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী সহায়তার শিপমেন্ট প্রক্রিয়ার শুরু থেকে ডেলিভারি নেওয়া পর্যন্ত পুরো কার্যক্রমের নেতৃত্বে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হানিফ টাবলু। অস্ত্র্রোপচারের যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রীর যে সহায়তা এসেছে, তার মধ্যে আছে ২৬টি মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিছানা ও ম্যাট্রেস, ড্রয়ারসহ মেডিকেল কার্ট, বেডসাইড টেবিল, বিছানার ওপরে ব্যবহূত ট্রে, হুইলচেয়ার, ২৫টি এক্স-রে ভিউ বক্স, অণুবীক্ষণ যন্ত্র, রোগী পরীক্ষার টেবিল, ল্যাপারোস্কোপ, কোলনোস্কোপসহ অন্যান্য এন্ডোস্কোপিক যন্ত্রপাতি, মাথার ওপরের অপারেটিং লাইট, আল্ট্রাসনোগ্রাম মেশিনসহ ৭২০ বাক্স চিকিৎসাসামগ্রী। চিলড্রেন অব আবরাহাম এর আগে বাংলাদেশে কুমুদিনী হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কিডনি ফাউন্ডেশনে এ ধরনের মেডিকেল যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী দান করেছে। যেহেতু এসব মেডিকেল যন্ত্রপাতি ও চিকিৎসাসামগ্রী বাংলাদেশের গরিব শিশুদের চিকিৎসায় ব্যবহূত হবে, তাই জাতীয় রাজস্ব বোর্ড এই চালান দেশে আনার জন্য সব কর মওকুফ করেছে।
স্বাস্থ্যকুশল প্রতিবেদক
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৫, ২০১০
Leave a Reply