সমস্যা: আমার বয়স ২১, ওজন ৬২ কেজি, উচ্চতা ৫-৬ । আমি বর্তমানে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি কোনো প্রকার চশমা ব্যবহার করি না। স্বাভাবিক মানুষের মতো চোখে ভালোই দেখি কিন্তু বর্তমানে আমি রোদে গেলে চোখ জ্বালা করে এবং ঝাপসা দেখি। বাসায় ফিরলে আলোতে বই পড়তে পারি না। ইদানীং লক্ষ করছি, চোখের কালো অংশের পাশে ছোপ ছোপ বাদামি রঙের স্পট পড়েছে। কিন্তু ব্যস্ততার জন্য ডাক্তার দেখাইনি। প্রায় এক মাস আগে থেকে আমি ১০ দিন অন্তর ভিটামিন ‘এ’ গ্রহণ করছি। এখন আমি কী করব এবং চোখের স্পটগুলো কী? এ সম্পর্কে জানালে উপকৃত হব। আমি কি চোখের ডাক্তারের কাছে যাব, না সাধারণ রোদচশমা ব্যবহার করব—পরামর্শ দিলে উপকৃত হব।
জনি, খুলনা।
পরামর্শ: আপনি লিখেছেন রোদে গেলে চোখ জ্বালা করে। আবার বাসায় আলোতে বই পড়তে পারেন না। অর্থাৎ আলো আপনাকে কষ্ট দেয়। আপনার চোখে কোনো ময়লা বা পিচুটি আসে কি না, এ সম্পর্কে কিছু জানাননি। যদি ময়লা না আসে তাহলে রিবোফ্লাভিন ট্যাবলেট প্রতিদিন একটা করে দুবার এক মাস খেতে পারেন। অনেক সময় তাতে উপকার হয়। ভিটামিন ‘এ’ ক্যাপসুল আপনার গ্রহণ করা উচিত নয়। কেননা, অতিরিক্ত ভিটামিন ‘এ’ নানা জটিলতার জন্ম দেয়। আলোতে কষ্ট সেসবের একটি। আর আপনি কর্নিয়ার পাশে যে বাদামি দাগের কথা উল্লেখ করেছেন তা তেমন গুরুত্বপূর্ণ নয় বলে আমার ধারণা। তবে আপনার দুশ্চিন্তা নিরসনের জন্য চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আর রোদে চশমা ব্যবহারের যে পরামর্শ চেয়েছেন সে সম্পর্কে আমার অভিমত, আপনি তা ব্যবহার করতে পারেন।
সমস্যা: আমার বয়স ৩২ বছর। শরীর-স্বাস্থ্য ভালো। আমার ওজন ৬৫ কেজি। খাওয়া ও ঘুম সব ঠিক আছে। আমার সমস্যা হলো, আমার চোখ কোটরের (গর্তে) মধ্যে। সামান্য পরিশ্রমেই চোখ দেবে যায় এবং চোখের পাতার চারদিক কালো হয়ে যায়। একটু জার্নি বা কম ঘুমালেও চোখ মনে হয় গর্তে চলে যায়। আবার দাড়ি শেভ করলেও মনে হয় চোখের চারদিক একটু বেশি কালো হয়ে যায়। চোখের দৃষ্টিতে কোনো সমস্যা নেই। সমাধান দিলে উপকৃত হব।
কালন, সিলেট সদর, সিলেট।
পরামর্শ: আপনার ওজন ও শারীরিক সুস্থতা এ বয়সে স্বাভাবিক। আর কোটরে চোখ দেবে যাওয়ার যে সমস্যার কথা বলেছেন তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চোখের পাতা সাময়িক কালো হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। আপনি আপনার চোখ নিয়ে সম্ভবত বেশি টেনশন করেন। অনেক সময় পেটে গোলমাল থাকলেও তা হয়। আপনি নিয়মিত পরিশ্রম ও বিশ্রাম নিন, তাতেই উপকৃত হবেন। শাকসবজি টাটকা খাবেন, প্রচুর পানি পান করবেন। আপনি চোখ নিয়ে দুশ্চিন্তা করবেন না।
পরামর্শ দিয়েছেন ডা. আভা হোসেন
বিভাগীয় প্রধান, চক্ষুবিভাগ, মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরা, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ১৮, ২০১০
tarikul islam
আমার বয়স২৪ বছর সাধারনত আমার চোখে কোন সমস্যা অনুভব করি না। কিন্তু ছোটবেলা থেকেই বিভিন্ন কালার এক দেখি যেমন লাল সবুজ হলুদ ওরেন্জ এসব কালার পার্থক্য করতে পারি না। আমার এ সমস্যা ভাল হওয়ার কোন সম্ভাবনা আছে কি?
Bangla Health
এটা সাধারণত বংশগত ব্যাপার। কালারব্লাইন্ড বলে একে। খুব ভালো চিকিৎসা এখনো বের হয় নি। বংশে কারো এরকম থাকলে ধরুন তার চার জন বাচ্চার একজনের এরকম হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেক সময় চোখে আঘাত লেগেও এমন হতে পারে। সেক্ষেত্রে ডাক্তার দেখিয়ে বিষয়টা বুঝে নেয়া উচিত।