ডেন্টাল ইমপ্লান্ট কী
ডেন্টাল ইমপ্লান্ট হলো মুখের চোয়ালের হাড়ের ভেতর হারানো বা ফেলে দেওয়া দাঁতের স্থানে স্থায়ীভাবে প্রতিস্থাপন করা কৃত্রিম দাঁতের শেকড় বা রুট। এই প্রতিস্থাপিত রুটের ওপর আসল দাঁতসদৃশ কৃত্রিম দাঁত স্থাপন করা হয়।
কোন দাঁতে ইমপ্লান্ট করা যায়
ওপরের ও নিচের চোয়ালের সামনে কিংবা পেছনের যেকোনো অনুপস্থিত দাঁতের জন্যই ইমপ্লান্ট প্রযোজ্য।
যাদের জন্য এ চিকিৎসাব্যবস্থা
পূর্ণবয়স্ক যেকোনো ব্যক্তি তাঁর অনুপস্থিত দাঁতের জন্য এ চিকিৎসা নিতে পারেন।
কারও দন্তক্ষয় রোগের কারণে বা অন্য কোনো কারণে (রুট ক্যানাল করে ক্রাউন না করা) দাঁত ভেঙে অংশবিশেষ মুখের ভেতর অবশিষ্ট থাকলে এ ক্ষেত্রে ভাঙা অংশ তুলে ফেলে দিয়ে একই দিন ওই স্থানে ইমপ্লান্ট প্রতিস্থাপন।
যাদের নড়বড়ে দাঁত আছে, তাদের আক্রান্ত দাঁত বা দাঁতগুলোকে ফেলে দিয়ে ইমপ্লান্ট প্রতিস্থাপন।
ইমপ্লান্ট করা দাঁত দেখতে কেমন
প্রাকৃতিক দাঁতের মতোই শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
ইমপ্লান্ট কি মানুষের শরীরে কোনো
প্রতিক্রিয়া সৃষ্টি করে
একেবারেই না। ডেন্টাল ইমপ্লান্ট বিশ্বের অত্যন্ত দামি ধাতব পদার্থ টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যা একটি বায়োকমপ্যাটিবল পদার্থ, যা মানুষের শরীরের হাঁড়ের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের শরীরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না।
চিকিৎসাপদ্ধতি কী
এ পদ্ধতিটি দুই থেকে চারবারে সম্পূর্ণ করতে হয়। একটি ইমপ্লান্ট স্থাপন করতে প্রতিবার এক থেকে দেড় ঘণ্টা সময় দরকার।
প্রথম দিন ডেন্টাল ইমপ্লান্ট স্থাপন করা হয়। তিন-চার মাস পর সেই ইমপ্লান্ট হাড়ের সঙ্গে ইন্টিগ্রেশন হওয়ার পর ইমপ্লান্টের ওপর সিরামিক দিয়ে তৈরি দাঁত স্থাপন করা হয়। এ চিকিৎসাপদ্ধতি শুধু লোকাল অ্যানেসথেসিয়ার মাধ্যমে করা হয়। ফলে চিকিৎসাকালীন কোনো কষ্ট বা ব্যথা হয় না।
দাঁত প্রতিস্থাপনের প্রচলিত অন্যান্য পদ্ধতির চেয়েও ইমপ্লান্ট উৎকৃষ্ট কেন
পোরসেলিন ব্রিজের মাধ্যমে অনুপস্থিত দাঁত প্রতিস্থাপন করতে হলে অনুপস্থিত দাঁতের বা দাঁতগুলোর দুই পাশের ভালো দাঁতকে কেটে ছোট করতে হবে প্রতিস্থাপিত দাঁতের সাপোর্ট তৈরির জন্য, কিন্তু ইমপ্লান্টের ক্ষেত্রে আশপাশের কোনো দাঁতের সাপোর্ট প্রয়োজন হয় না।
চোয়ালের শেষ প্রান্তে কোনো দাঁত প্রতিস্থাপিত করতে হলে একমাত্র ইমপ্লান্ট চিকিৎসার মাধ্যমেই দাঁত প্রতিস্থাপন করা সম্ভব।
পারশিয়াল ডেনচার বা আলগা দাঁত ব্যবহার করার ঝুঁকি ও ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়।
ইমপ্লান্ট দিয়ে কি সবকিছু খাওয়া যায়
ইমপ্লান্টের মাধ্যমে প্রতিস্থাপন করা দাঁত দিয়ে আপনার মন যা চায়, তা-ই খেতে পারবেন।
ইমপ্লান্ট দিয়ে কি মন খুলে হাসা যায়
ইমপ্লান্টের প্রতিস্থাপিত দাঁত আসল দাঁতের সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ বলে হারানো দাঁতের দুঃখ ভুলিয়ে আপনাকে উপহার দেবে এক প্রাণবন্ত ঝকঝকে হাসিপূর্ণ জীবন।
ডা. রিয়াজুল আহসান
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৭, ২০১০
Leave a Reply