সমস্যা: আমার বয়স ১৭ বছর। ওজন ৪৯ কেজি। দু-তিন বছর আগে আমি মাঢ়ির দুটি দাঁত তুলে ফেলি।এই দাঁতগুলোর খালি স্থানে সামান্যগর্তের সৃষ্টি হয়,পরে তা পূরণ হয়ে যায়।কিন্তু দাঁতগুলো তুলে ফেলার পর আমার মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। প্রতিদিন নিয়মিত ব্রাশ করার পরও দুর্গন্ধ রোধ করতে পারিনি। উল্লেখ্য, আমি কোনো প্রকার পান-সিগারেট খাই না। এই দুর্গন্ধ দূর করার জন্যআমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ফলপায়নি। আমি প্রতিদিন চুইংগাম খাই। এর জন্যআমি কোনো প্রকার ওষুধ সেবন করিনি। মুখের দুর্গন্ধের কারণেপ্রতিদিন বিব্রতকর অবস্থায় পড়ি। কোনো কিছু খাওয়ার পর ভালোভাবে কুলি করি। এ অবস্থায় কী করতে পারি এবংকী চিকিৎসার মাধ্যমে এই দুর্গন্ধ দূর করতে পারি, পরামর্শদিলে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক, সাতকানিয়া, চট্টগ্রাম।
পরামর্শ: ধন্যবাদ আপনাকে। শরীর ঠিক রাখার পাশাপাশি মুখের স্বাস্থ্য ঠিক রাখাটা কিন্তু জরুরি। আপনার মুখেদুর্গন্ধ হওয়ার প্রধান কারণ সম্ভবত দাঁতের গোড়ায়পাথর জমা। এই পাথরকে আমরা ক্যালকুলাস বলি। স্কেলিংয়ের মাধ্যমে দাঁতের গোড়ায় জমে থাকা ক্যালকুলাস দূর করা যায়।
আরও কিছু কারণে মুখেদুর্গন্ধ হতে পারে। কোনো দাঁতে যদি ক্যারিজ অথবা ক্ষয়রোগ থাকে, সেখানে খাবার জমে দুর্গন্ধ ছড়াতে পারে। আবার কারও লিভার ফাংশন খারাপ হলেও দুর্গন্ধ হয়।সাইনোসাইটিসও মুখেদুর্গন্ধের একটি কারণ। তাই প্রথমেই স্কেলিংটা করিয়েনিন। নিয়মিত ভালো করে দাঁত ব্রাশ করুন। তার পরও দুর্গন্ধ না গেলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বিব্রতকর এই রোগটা থেকে অবশ্যই মুক্তি পাবেন আপনি।
পরামর্শ দিয়েছেন সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক,
বিভাগীয় প্রধান,
দন্ত সংযোজন বিভাগ,
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৭, ২০১০
saem
আমি ডাঃ সুলতানা গুলনাহার ম্যাম এর private চেম্বার ঠিকানা এবং appoinment নম্বর জানতে চাই দয়া করে জানাবেন কি এটা আমার জন্য খুবই জরুরি ।
Bangla Health
আপনি যদি ঢাকায় থাকেন তাহলে মগবাজারের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের দন্ত সংযোজন বিভাগে খোঁজ নিতে পারেন।