সমস্যা: আমি একটি বেসরকারি বিদ্যালয়ে পড়ছি। বয়স ২১ বছর। ওজন ৪৮ কেজি। কয়েক বছর ধরে আমি বমির সমস্যায় ভুগছি। প্রায় সারাক্ষণই বমির বেগ হয় এবং মাঝে মধ্যে বমি হয়। খাবারে অনীহা থাকে। খাওয়ার সময় বমির ভাবটা বেশি হয়। তাই খেতে পারি না। প্রচুর ঢেকুর ওঠে। উল্লেখ্য, পেটে কোনো প্রকার ব্যথা ও জ্বালাপোড়া নেই। গলাও জ্বলে না। একজন গ্যাস্ট্রোলজি বিশেষজ্ঞকে দেখিয়েছি। বেশ কিছু পরীক্ষা দিয়েছেন এবং বলেছেন, সামান্য গ্যাসের সমস্যা। তিনি আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ দেন এবং নিয়মিত ওষুধগুলো শেষ করি। কিন্তু বমি বন্ধ হয়নি। পরে অন্য ডাক্তারদের পরামর্শে আরও কিছু ওষুধ খাই। কিন্তু তাতেও বমি ভাব দূর হয়নি। আমি এখন কী করতে পারি। আমি সব সময়ই ভয়ের মধ্যে থাকি। আমি কি আর ভালো হব না।
সঞ্জীব
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি।
পরামর্শ: ভয় পাওয়ার তেমন কিছু নেই। আপনার রোগের লক্ষণ দেখে মনে হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা আপনার বেশ ভালো করেই আছে। যদিও এ সমস্যাগুলো খুব বেশি। জটিল নয়। আর আপনি যে মানসিক সমস্যায় ভুগছেন, এটা একেবারেই অমূলক। বেশি দুশ্চিন্তা করবেন না। আপনার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার। প্রথমেই পুরো পেটের আলট্রাসনোগ্রাম করান এবং ট্যাবলেট সানজিট একটি করে রাতে এবং ট্যাবলেট ম্যাপ্রপ্রো-২০ মিলিগ্রাম সকালে-রাতে একটি করে এক মাস সেবন করুন। এতেই ভালো হয়ে যাওয়ার কথা। আর যদি আপনার বর্তমান অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করুন ও পরামর্শ নিন। ভালো হয়ে যাবেন আশা কর।
পরামর্শ দিয়েছেন
এ বি এম আবদুল্লাহ
অধ্যাপক, মেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৬, ২০১০
Farhad
Dear Sir.
Ami desher bahire thaki. amar ojon 65 kg boyos 30. ami goto dui bochor dhore gastricker somosay vogchchi.praye sarakhon bok jalapora kore abong tok dekor othe.ami akjon gastrology dekhiechi, se amake gastricker owsod den abong 1ta korch korte bolen. ta ami korechi kinto amar bok jola akhono bondo hoyni. ami akhon ki korte pari abong ki khabo r ki khabona doya kore janaben.
Bangla Health
“korch” শব্দটা আমরা বুঝতে পারছি না।
পেট ভরে খাওয়া যাবে না। আবার একেবারেই খালি পেটে কখনো থাকা যাবে না। একটু পর পর অল্প অল্প করে খেতে হবে।
টক, ঝাল, তৈলাক্ত, মসলাজাতীয় খাবার খাওয়া যাবে না। খাওয়ার পরে একটু আদা বা লবঙ্গ চিবুতে পারেন। এতে খাওয়ার পর গ্যাস উপরের দিকে উঠে আসবে না।
আর অবশ্যই কিছু না কিছু ব্যায়াম করা উচিত। নিদেনপক্ষে দৌড়ালেও অনেক উপকার পাবেন।
শফিকুল
কয়েকদিন যাবৎ পেটে খুব কামড় দিচ্ছে অসস্থিকর ধম নিতে কষ্ট কি করবো? ওষুধ খাইতেছি নিয়মিত তারপরও ভালো হচ্ছেনা। জানাবেন দয়করে।
Bangla Health
ভালো ডাক্তার দেখান।
MD Kawser
ডিয়ার স্যার,আমার নাম কাওসার,বয়স ২০,ওজন ৪৭ কেজি। আমার প্রায় ১বছর ধরে গলার উপরের তালুতে হালকা বিচি বিচি দেখা যাচ্ছে কিন্তু তেমন জ্বালা বা ব্যথা অনুভূত হচ্ছেনা।আমি এই সমস্যার জন্য বেশ কয়েকবার নাক,কান,গলা বিশেষজ্ঞ দেখিয়েছি কিন্তু কোনো উন্নতি হয়নি।এমনকি মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছি এবং যে ট্রিটমেন্টে করেছেন তা পুরো কভার করেছি।ট্রিটমেন্টের ভিতরে ছিল ওরাল পেস্ট,মাউথওয়াশ, ৩বার করে এ্যান্টিবায়োটিক সেবন,পানির সাথে লবন মিশিয়ে গড়গড়া করা ইত্যাদি।এছাড়াও গলার এন্ডোস্কোপি,গলার এক্সরে,আইজিই টেস্ট করিয়ে সব রিপোর্ট নর্মাল আসছে। কিন্তু কিছুতেই আমার সমস্যা সমাধান হয়নাই।এখন আমি কি করতে পারি? খুব টেনশন হচ্ছে,প্লিজ সাজেশন দিন।
বিঃদ্রঃ অনেক আগে থেকেই গ্যাস্ট্রিকের প্রব্লেম রয়েছে।
Bangla Health
সব কিছু নরমাল থাকলে আর যদি ব্যথা বা চুলকানি না হয় তাহলে আপাতত দুশ্চিন্তার কিছু নেই।
ইশরাত জাহান
স্যার আমার মায়ের বয়স ৫৫ ওজন ৬১।গত ৩/৪ মাস ধরে জিহ্বা থেকে পেট পর্যন্ত ক্ষত হয়ে গেছে।অনেক ডাঃ দেখাইছে ওষুধ ও খায় কিন্তু কিছু হয়না,এ অবস্থায় করনীয় কি