সমস্যা: আমার বয়স ২৯ বছর। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি। আমার প্রধান সমস্যা হলো, গলার আলজিহ্বার পাসের নরম তালুতে দুই পাশে দুটি গুটির মতো দেখা যায়। তা থেকে এক ধরনের হলুদ ধরনের ময়লা বের হয়। যখন ময়লা বের হয়ে আসে, তখন টিপ দিলে হাতে মিশে যায় এবং তা থেকে দুগর্ন্ধ বের হয় এবং গুটির মধ্যে ময়লা জমে থাকে। প্রতিদিন ময়লা বের হয় না। মাঝেমধ্যে নিজে থেকেই বের হয়। সব সময় মনে হয়, গলায় কিছু আটকে আছে। এমনিতে কোনো সমস্যা হয় না। তবে মুখে দুর্গন্ধ থাকে। ব্রাশ করলেও কয়েক ঘণ্টা পর আবার দুর্গন্ধ হয়ে যায়। আমার অনেক দিন ধরেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। রাতে গলার আওয়াজ ভেঙে যায়। এ সমস্যার সমাধান কী?
নাম প্রকাশে অনিচ্ছুক
বগুড়া।
পরামর্শ: লক্ষণ দেখে মনে হচ্ছে, আপনার গলায় ক্রনিক টনসিলাইটিস ধরনের রোগ আছে।
এ রোগে টনসিলে এক রকম দুর্গন্ধযুক্ত ময়লা আসতে পারে।
এ ছাড়া টনসিলে কেরাটোসিস নামের রোগেও সাদা ও হলদে ময়লা দেখা যায়। ক্রনিক টনসিলাইটিসের চিকিৎসা হলো টসলিলেকটসি বা টনসিল কেটে ফেলে দেওয়া।
সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে টসলিলেকটসি করাতে পারেন। আপনি যেকোনো হাসপাতাল থেকে এ অপারেশন করাতে পারেন।
আর গ্যাসট্রিকের সমস্যার কারণেও রাতে স্বরযন্ত্রে সমস্যা হতে পারে।
রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত তিন ঘণ্টা আগে খাবেন এবং মসলাযুক্ত খাবার পরিহার করুন। প্রয়োজনে বিশেষজ্ঞের কাছে গিয়ে সরাসরি পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন
আবুল হাসনাত জোয়ারদার
অধ্যাপক, নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৬, ২০১০
পৃথ্বিরাজ পাল
সার গত 7 দিন হল সকালে খুম থেকে উঠলে গলার ভেতর খুব ব্যাথা করে এবং ঘন ঘন কাশি হয় তখন কানেও যন্তনা হয়ে। ঘুম থেকে উঠার 1 ঘন্টা পর থেকে কমে যায় কিন্তু পরে সারা দিন মাঝে মাঝে কাশি লেগেই থাকে। কারনটা বলবেন সার আর কি ওসুধ খাব বলবেন
Bangla Health
শারীরিক ফিটনেস বাড়ান।