সমস্যা: আমার বয়স ১৯ বছর। আমি তিন বছর ধরে মাইনাস পাওয়ারের চশমা পরি। বর্তমান পাওয়ার -২.২৫। চিকিৎসক বলেছেন, যত দিন বেঁচে থাকব, তত দিন চশমা পরতে হবে এবং দিন দিন পাওয়ারটা বাড়বে। এটার নাকি অন্য কোনো চিকিৎসা নেই। আমার প্রশ্ন, সত্যিই কি এর কোনো চিকিৎসা নেই? আর চিকিৎসা যদি না থাকে, তাহলে চোখে লেন্স ব্যবহার করলে চোখের কি কোনো ক্ষতি হবে?
নবনী
খুলনা
পরামর্শ: যত দিন বেঁচে থাকবেন, তত দিন চশমা তো পরতেই হবে—এ কথায় বিচলিত হওয়ার কিছু নেই। এটা সবাইকে করতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। চোখের পাওয়ার দিন দিন বাড়ে না। সাধারণত ২৫ বছর পর চোখের পাওয়ার খুব একটা বাড়ে না। তবে লেন্স ব্যবহার করার চেয়ে লেজার সার্জারি করা যেতে পারে। একে ল্যাসিক বলে। চোখে ল্যাসিক করালে সাধারণত চোখ ভালো হয়ে যায়। তখন চশমা ব্যবহার করতে হবে না।
তবে কোনো কোনো ক্ষেত্রে ল্যাসিক করার পরও চোখে সামান্য পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। আর চোখের যেকোনো সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভালো থাকবেন।
সমস্যা: আমার বয়স ২২ বছর। আমি ছোটবেলা থেকেই রাতের অন্ধকারে দেখতে পাই না। রাতে আলোতে আমার কোনো সমস্যা হয় না।অন্যরা যেমন অন্ধকারের মধ্যেপথ চলতে পারে, আমি সেভাবে পথ চলতে পারি না। আমি ছোটবেলায় একবার চক্ষু ডাক্তারকে আমার চোখ দেখিয়েছিলাম। তিনি এর কোনো সমাধান দিতে পারেননি।আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এর কোনো সমাধান আছেকি? পত্রিকার মাধ্যমে আমার সমস্যার সমাধান জানালে খুবই উপকৃত হব।
রাজীব কর্মকার
পিরোজপুর।
পরামর্শ: রাতে অন্ধকারে চোখেদেখতে না পাওয়াটা এক ধরনের সমস্যা। সাধারণত ভিটামিন ‘এ’ এর অভাবে রোগটি হয়। একে সাধারণভাবে রাতকানা রোগ বলা হয়। আপনি হয়তো ভিটামিন ‘এ’ এর অভাবে ভুগছেন। আমাদের চোখে দুই ধরনের রিসেপ্টর থাকে। একটি রড, অন্যটি কোন। কোন-এর সাহায্যে আমরা কম আলোতে দেখতে পাই।
যদি জন্মগত কারণে অথবা অন্য কোনো কারণে চোখে সেলের উপস্থিতি কম থাকে, তাহলে রাতে দেখতে সমস্যা হয় এবংআলোর সাহায্য নিয়ে চলতে হয়।
একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নিন। আপনার চোখেকোন সেলের পরিমাণ জন্মগত বা অন্য কোনো কারণে কম কি না।
জন্মগত হলেচিকিৎসাবিজ্ঞানে তেমন কিছু করার নেই। আর যদি অন্য কোনো কারণের ফলে রাতের বেলায় চোখেদেখতে সমস্যা হয়, তাহলে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন বলে আশা করছি।
পরামর্শ দিয়েছেন
মো. শফিকুলইসলাম
চক্ষু বিশেষজ্ঞ, অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০২, ২০১০
uttam
Sir, amar chokh die gorom vab ber hoy, siter din thake na. Amni onek khon boi porle kemon aktu ama chhama lage. Tobe gorom vab sobsomoy thake, boi porar somoy aktu besi. please help.
Thank you. Age:17
Bangla Health
চোখের পাওয়ারে কোন সমস্যা আছে কিনা- চোখের ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে নিন।
Ariful Islam
আমার চোখের নিচের পাতায় অ্যালনা উঠেছে প্রায় ২ মাস যাবত। প্রথমে প্রায় এক মাস আমি হোমিও ঔষুধ খেয়েছিলাম। কিন্তু কাজ হয়নি। পরবর্তীতে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে ডাক্তার দেখাতে তারা অপারেশন করে সেখানে কিছুই পায়নি। পরে তারা ড্রপ এবং কিছু ওষুধ দিয়েছিল। সেখানে কাজ না হওয়ায় পরবর্তীতে অন্য একটি হোমিও থেকে ওষুধ খাচ্ছি প্রায় ১৫ দিন ধরে। কিন্তু অবস্থার কোন উন্নতি হচ্ছে না।
উল্লেখ্য, অ্যালনাতে কোন ব্যাথাও নেই। শুধু নিচের পাতাতে অ্যালনা ফুলে থাকায় খারাপ দেখা যায়। এখন কি করলে আমার ফুলাটা যেতে পারে।
Bangla Health
গরম ছ্যাক নিয়ে দেখতে পারেন। ব্যথা না থাকলে ধীরে ধীরে কমে যাবে।