ওষুধ মানুষের জীবন রক্ষা করে। কিন্তু নকল বা মেয়াদউত্তীর্ণ ওষুধ একজন মানুষের জীবনও কেড়ে নিতে পারে খুব সহজেই। তাই ওষুধ কেনার আগে সতর্ক হতে হবে কিছু বিষয়ে-
০০ প্রেসক্রিপশনে লেখা ওষুধই কিনুন। দোকানদার অন্য কোম্পানির ওষুধ দিলে নিবেন না।
০০ সবসময় লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কিনুন। সাধারণ মনোহারি দোকান থেকে ওষুধ কিনবেন না।
০০ ডিসকাউন্ট দেয়া ওষুধের ব্যাপারে সতর্ক হোন।
০০ ওষুধ কেনার পর অবশ্যই ক্যাশমেমো চেয়ে নিবেন।
০০ ওষুধের প্যাকেটটি ঠিকমতো লাগানো বা সিল করা কিনা তা লক্ষ করুন।
০০ ওষুধের প্যাকেটে ব্যাচ নম্বর, তৈরির তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং প্রস্তুতকারক কোম্পানির নাম লেখা আছে কিনা ভালোভাবে দেখে নিন।
০০ ওষুধ সেবনের পর স্বাস্থ্যের কোনো উন্নতি না হলে বা অবনতি ঘটলে তা চিকিৎসককে জানাবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, মে ২৫, ২০১০
Leave a Reply