সমস্যাঃ আমার বয়স ১৭ বছর। এক বছর আগে আমার ডান দিকে বুকের হাড়ের নিচে ও পিঠের প্রায় সর্বত্র ব্যথা করে; সেই সঙ্গে ডান স্তনের নিপ্ল বরাবর চিনচিন করে। ব্যথা উঠলে দম বন্ধ হয়ে আসে। তিন-চার মাস পর রাজশাহীতে মেডিসিন ও কিডনি বিশেষজ্ঞকে দেখাই। সেখানে আলট্রাসনোগ্রাম করে ডান পাশের কিডনিতে চার মিলিমিটার আকারের পাথর ধরা পড়ে। তিনি শুধু ব্যথার ওষুধ ও ভিটামিন দিয়েছিলেন। কিন্তু কয়েক মাস পর ব্যথা আবারও বেড়ে যায়। পুনরায় সেখানে আলট্রাসনোগ্রাম করে আরেকটি পাথর ধরা পড়ে-চার মিলিমিটার; এবং আগেরটা বেড়ে ছয় মিলিমিটার হয়ে যায়। আমার ওজন ৪০ কেজি। ওজন সামান্য কমেছে। রুচি নেই। মাঝেমধ্যে মুখে ঘা হয়, ঘুম কম হয়। মাসিক নিয়মিতই হয়। মাঝেমধ্যে অতিরিক্ত সাদা স্রাব হয়। রক্ত, প্রস্রাব পরীক্ষা করিয়েছি-সব স্বাভাবিক। চিকিৎসক ভিটামিন ছাড়াও ঘুমের, রুচির ওষুধ দিয়েছেন। পাশাপাশি টোরাক্স ট্যাবলেট দিয়েছেন দুই মাসের জন্য। কিন্তু এসব খেয়ে কোনো ফল পাচ্ছি না। ব্যথার ওষুধ খেলেও ব্যথা যায় না। ইদানীং বাঁ পাশেও ব্যথা করছে। এ অবস্থায় অপারেশন করাতে হবে কি না এবং কী করলে সুস্থ হয়ে উঠব?
শারমিন আক্তার শিমু, আরামবাগ, চাঁপাইনবাবগঞ্জ।
পরামর্শঃ আপনি যে সমস্যাগুলোর কথা উল্লেখ করেছেন, কিডনিতে পাথর হলে সাধারণত এ ধরনের সমস্যা হয় না। শারীরিক দুর্বলতা থাকতে পারে কিছুটা। তবে নারীস্বাস্থ্য ও অন্যান্য সমস্যা, যেগুলো উল্লেখ করেছেন, তা হওয়ার জন্য কিডনির পাথর দায়ী নয়। আমাদের মধ্যে যদিও এ নিয়ে বেশ ভুূল ধারণা রয়েছে। চার মিলিমিটার পাথর সাধারণত প্রস্রাবের সঙ্গেই বেরিয়ে যায়। পাথরের আকার বৃদ্ধির কথা উল্লেখ করেছেন। আইভিও (ওঠঙ) পরীক্ষাটি করালে এ ব্যাপারে নিশ্চিত হতে পারবেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে এই পরীক্ষা করা হয়। আপনি সেখানে দেখা করুন। কিডনিতে পাথর হওয়া সাময়িক সমস্যা। এ নিয়ে বেশি টেনশন করবেন না।
পরামর্শ দিয়েছেনঃ অধ্যাপক ডা· এম এ সালাম
সূত্রঃ দৈনিক প্রথম আলো
Leave a Reply