সমস্যা: আমি সুমন। একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি। অনেক দিন ধরে আমি কানের সমস্যায় ভুগছিলাম । বেশ কিছুদিন আগে ঢাকার একটি হাসপাতালে নাক, কান ও গলা বিভাগে যাই এবং সংশ্লিষ্ট ডাক্তার আমাকে অপারেশন এর কথা বলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তখন আমি ডান কানের স্টেপিস অপারেশন করাই। আমার প্রধান সমস্যা ছিল, কানে কম শোনা ও সারাক্ষণ কানের ভেতর শোঁ-শোঁ আওয়াজ করা। অপারেশনের পর কানে ভালো শুনতে পেলেও আওয়াজটা রয়ে যায়। সাড়ে তিন মাস পর থেকে ডান কানে আর কিছুই শুনতে পাই না। কানের আওয়াজও ক্রমে ক্রমে বেড়ে চলেছে। আমার প্রশ্ন, হিয়ারিং এইড ছাড়া অন্য কোনো চিকিৎসা সম্ভব কি না। কানে শব্দ কমানোর জন্য সেরিভাস বড়ি খাওয়ার পরও শব্দ যাচ্ছে না। শব্দ কমানোর করণীয় কী?
সুমন, বয়স-২৪, চট্টগ্রাম
পরামর্শ: ধন্যবাদ আপনাকে । আপনার সমস্যার বিবরণ শুনে মনে হচ্ছে, আপনি অটোস্কেলোরোসিস রোগে ভুগছেন। এই রোগে সাধারণত হিয়ারিং এইড ব্যবহার করার পরামর্শ দেয়া হয় অথবা কখনো কখনো স্টেপিস সার্জারি করতে হয়, যা আপনার ক্ষেত্রে করা হয়েছে। এ ধরনের সার্জারিতে সাধারণত ৮৫ ভাগ রোগীরই শ্রবণে উন্নতি হয় এবং কানের ভোঁ ভোঁ শব্দ চলে যায়। তবে কারও কারও ক্ষেত্রে এই ভোঁ ভোঁ শব্দ রয়ে যেতে পারে, যা আপনার ক্ষেত্রে হয়েছে। আপনার বর্তমান অবস্থায় যে কানে অপারেশন হয়নি সেই কানে হিয়ারিং এইড ব্যবহার করে দেখতে পারেন। আর যে কানে অপারেশন হয়েছে সেই কানে একটি ট্রিনিটাস মাস্কার ব্যবহার করতে পারেন। এ ছাড়া ওপোফ্লোর বড়ি ব্যবহার করতে পারেন। এতে অনেক রোগী উপকৃত হয়। তার পরও যদি সমস্যা থাকে তাহলে কর্ণরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। ভালো হয়ে যাবেন আশা করছি।
পরামর্শ দিয়েছেন
আবুল হাসনাত জোয়ারদার
নাক, কান ও গলা বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৮, ২০১০
Nayan
যত টাকা খাওয়ার ডাক্তার ।
ফয়সাল
আমার বয়স ২০।আমি নাক এর উপর আর হার এ বাথা করে।আ থাকে বাচার উপায় কি?
Bangla Health
সাইনাসের সমস্যা আছে কি? অনেক সময় হাত দিয়ে ব্রণ খুটলে পরে ফোঁড়ার মত হয়ে ব্যথা হয়।
ডাক্তার দেখাতে পারেন।