সমস্যা: আমার বয়স ৩৭ বছর। ২০০৪ সালে আমার বাঁ কিডনিতে প্রথম পাথর ধরা পড়ে এবং সে বছরই অস্ত্রোপচারের মাধ্যমে তা বের করা হয়। এরপর আবারও ২০০৭ সালে একই কিডনিতে পাথর ধরা পড়ে এবং ল্যাপারোস্কোপিকের মাধ্যমে তা বের করা হয়।
সম্প্রতি আবারও বাঁ কিডনিতে নয় মিলিমিটার সাইজের পাথর দেখা দিয়েছে। এ ছাড়া কিডনি ও প্রস্রাবের থলিতে অন্য কোনো সমস্যা নেই। কিছুদিন আগে ‘স্বাস্থ্যকুশল বিভাগে’ চিকিৎসক এম এ সামাদের নিবন্ধ থেকে জানতে পারলাম, ওষুধের মাধ্যমে কিডনি থেকে প্রস্রাবের সঙ্গে পাথর বের করা সম্ভব। যদি ওষুধের মাধ্যমে আমার কিডনির পাথর বের হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কী ধরনের ওষুধ, কী মাত্রায় সেবন করব—তা জানালে উপকৃত হবো।
পারভীন আহমেদ
মৌলভীবাজার।
পরামর্শ: আপনি সম্ভবত কিডনিতে পাথরজনিত রোগে ভুগছেন। যাঁদের বারবার কিডনিতে পাথর হয়, তাঁদের কিডনিতে গঠনগত ত্রুটি আছে কি না, শরীরে কোনো মেটাবলিক সমস্যা আছে কি না এবং প্যারাথাইরয়েড গ্রন্থির হরমোনের কোনো তারতম্য আছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন। ওষুধের মাধ্যমে প্রস্রাবের সঙ্গে কিডনির পাথর বের করা যায় কি না আপনি জানতে চেয়েছেন। সত্যিকার অর্থে সিংহভাগ ক্ষেত্রে এটি সম্ভব নয়। তবে ওষুধের মাধ্যমে পাথরের পুনরাবৃত্তি রোধ করা যায়। আর যদি পাথরের আকার ছয় মিলিমিটারের কম হয়, আর যদি মূত্রতন্ত্রের কোনো গঠনগত ত্রুটি না থাকে, তাহলে পাথর আপনা-আপনি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ৮০ থেকে ৯০ ভাগ। আপনি আপনার ইউরোলজিস্টের সঙ্গে যোগাযোগ করে বর্তমান পাথর ও এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
পরামর্শ দিয়েছেন
কাজী রফিকুলআবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৮, ২০১০
Leave a Reply