প্রাপ্ত বয়স্ক যেকোন সুস্থ মানুষই রক্ত দিতে সক্ষম। তবে এ রক্ত দানের জন্য প্রয়োজন কিঞ্চিৎ সদিচ্ছা ও মানবিকতাবোধের সমন্বয়। রক্ত কখন, কোথায়, কিভাবে দেবেন তা জানিয়ে দেয়া হল এখানে-
কারা রক্ত দিবেন
০ মহিলা ও পুরুষ যাদের বয়স ১৮-৪৫ বছর।
০ পুরুষ যাদের ওজন ৪৭ কেজি বা তার উর্ধ্বে, মহিলা যাদের ওজন ৪৫ কেজি বা তার উর্ধ্বে।
০ যাদের রক্তচাপ স্বাভাবিক মাত্রায় আছে।
কারা রক্ত দিবেন না
০ ৩ বছরের মধ্যে কারো জন্ডিস হলে।
০ রক্তবাহিত বা জটিল রোগ যেমন- ম্যালোরিয়া, যক্ষ্মা, ডায়াবেটিক, রক্তাস্বল্পতা, শ্বাসকষ্ট, হাঁপানি, হৃদরোগ, পেপটিক আলসার, হিস্টেরিয়া, চর্মরোগ, রিউমেটিক ফিভার, হাইপারটেনশন, ইনফ্লুয়েঞ্জা, মাদকাসক্ত, এইডস, রক্তক্ষরণ জনিত কোন সমস্যা হলে কিংবা দাঁত তুললে।
০ ৪ মাসের মধ্যে যারা রক্ত দিয়েছে।
০ ৬ মাসের মধ্যে বড় সার্জারি হলে।
০ মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী হলে, যাদের মাসিক চলছে।
রক্ত দানে সাবধানতা
০ ব্যবহৃত সূঁচ, সিরিজ জীবাণুমুক্ত কিনা জেনে নিন।
০ খালি পেটে রক্ত দেবেন না।
০ পরিচিত, বিশ্বস্ত প্রতিষ্ঠানকে রক্ত দিন।
০ রক্তদানের পূর্বে ডোনার প্রতিষ্ঠান সম্পর্কে জেনে নিন।
রক্ত দানের সাধারণ তথ্য
০ এক ব্যাগ দিলে শরীরের কোন ক্ষতি হয় না।
০ রক্তদানের ৫-২১ দিনের মধ্যে ঘাটতি পূরণ হয়ে যায়।
০ রক্ত দিলে হাড়ের বোনম্যারোতে নতুন রক্ত কনিকা তৈরির উদ্দীপনা আসে।
০ রক্তদানের পর প্রয়োজন মত পানি খেয়ে নিলে জলীয় অংশের ঘাটতি পূরণ হয়।
রক্তদানে ব্লাড সেন্টারগুলো থেকে মোটামুটি একই ধরনে সুযোগ-সুবিধা সবক্ষেত্রেই পাওয়া যায়। যেমন-
০ রক্তদানকারীর একটি পরিচয় পত্র বা তোলার কার্ড দেয়া হয়।
০ রক্তের গ্রুপ উল্লেখসহ লেভেল পিন দেয়া হয়।
০ ডোনার কার্ড দেখিয়ে প্রয়োজনে বিনা সার্ভিস চার্জে বা অর্ধেক চার্জে রক্ত পাবার সুবিধা।
০ রক্তদাতা সংশ্লিষ্ট ব্লাড সেন্টার থেকে সারাজীবন যে কোন সময়, যে কোন প্রয়োজনে রক্ত পাবার নিশ্চয়তা পাবেন।
০ বিনামূল্যে রক্তদাতা নিজের জন্য রক্ত পাবেন।
০ বিনামূল্যে ডাক্তারি পরামর্শ বা চিকিৎসা নেবার সুবিধা।
০ রক্তে হেপাটাইটিস বি, সি আছে কিনা, এইডস, সিফিলিসের জীবাণু বা ভাইরাস আছে কিনা পরীক্ষা করে বিনামূল্যে জানতে পারবেন।
রক্তদানে সহায়তাকারী বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের ঠিকানা জেনে রাখতে পারেন। নিম্নে কয়েকটি প্রতিষ্ঠানের ঠিকানা দেয়া হল-
বাঁধন : কেন্দ্রীয় অফিস টিএসসি, ১ম তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন : ৮৬২৯০৪২, ২৩৪১২৯২। এছাড়া দেশের যেকোন পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারী কলেজ, পোস্ট গ্র্যাজুয়েট কলেজ ও হল সমূহে বাঁধনের কার্যালয় রয়েছে।
মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত সন্ধানী স্বেচ্চাসেবী সংগঠনের বিভিন্ন শাখার ঠিকানা-
০ সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট, বক্সি বাজার, ঢাকা-১০০০। ফোন : ৯৬৬৮৬৯০, ২৮৪৮৭৮।
০ সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা, ফোন : ৯০১১৮৭।
০ সন্ধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখা। ফোন : ৭৩১৯১২৩।
০ কোয়ান্টাম ফাউন্ডেশন, ১১৯/পি, শান্তিনগর (দ্বিতীয় তলা), ঢাকা। ফোন : ৮৩২২৯৮৭, ৯৩৫১৯৬৯।
০ রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টার, ৭/৫, আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা। ফোন : ৯১১৬৫৬৩, ৮১২১৪৯৭।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ২০, ২০১০
Leave a Reply