‘রোগ বালাই তো আছে দুনিয়ায়, ভাল থাকার আছে যে উপায়’- বহুদিন আগে প্রচারিত একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপনের প্রথম দু’টি লাইন ছিল এমনই। কিন্তু রোগ বালাই কিংবা অসুখ-বিসুখ তো আর বলে কয়ে, ঘড়ির সময় মেনে আসে না। তাই রোগে ভাল থাকবার দাওয়াই যে ওষুধ, সে ওষুধেরও প্রয়োজন পড়তে পারে যে কোনো সময়। কিন্তু মুশকিল হল, আর সব দোকানের মতো আমাদের দেশের অধিকাংশ ওষুধের দোকানই বন্ধ হয়ে যায় রাতে একটি নির্দিষ্ট সময়ে। তবে ঢাকার অধিবাসী যারা তাদের জন্য কিন্তু ইতোমধ্যেই বাড়তি সেবা দিচ্ছে বেশ কিছু ফার্মেসি। আর ঢাকার বিভিন্ন স্থানে ২৪ ঘন্টা খোলা থাকে এমন কিছু ফার্মেসির অবস্থান ও ঠিকানা এখানে তুলে ধরা হল পাঠকদের জন্য।
লাজ ফার্মা
৬৪/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
জননী ফার্মেসি
২১, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ, ঢাকা।
শাহবাগ মেডিসিন কর্ণার
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল
বিশ্ববিদ্যালয় হাসপাতাল (৩ নম্বর গেট), শাহবাগ, ঢাকা।
বিসমিল্লাহ ফার্মেসি
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চত্বর (বহির্বিভাগের সামনে), শাহবাগ, ঢাকা।
বাংলাদেশ মেডিকেল কলেজ ড্রাগ স্টোর
বাড়ি- ৩০, রোড- ১৪/৯, ধানমন্ডি, ঢাকা।
২৪ ঘন্টা ফার্মেসি
গণস্বাস্থ্য হাসপাতাল ভবন, বাড়ি-১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
গ্রিন আই ফার্মেসি
বাড়ি-৩১, রোড-৬, ধানমন্ডি, ঢাকা।
ডে এন্ড নাইট ফার্মেসি
১১৫/এ, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা।
আল রাজী মেডিকেটিভ স্টোর
৩১, গ্রিনরোড, ঢাকা।
কমফোর্ট ফার্মেসি
১৬৭/বি, গ্রিনরোড, ঢাকা।
সেন্ট্রাল ফার্মা
সেন্ট্রাল হাসপাতাল ভবন, বাড়ি-২, রোড নং-৫, গ্রিনরোড, ধানমন্ডি, ঢাকা।
মেডিসিন কর্ণার
১৫ গ্রিন স্কয়ার, গ্রিনরোড, ঢাকা।
তাজরিন ফার্মেসি
৬৪/৩, জুবাইদা মার্কেট, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা।
চাওয়া পাওয়া ফার্মেসি
প্লট এম-১-সি, সেকশন-১৪, মিরপুর, ঢাকা।
মাল্টি ফার্মা লিমিটেড
১৩৬, এলিফ্যান্ট রোড, ঢাকা।
আল হেলাল মেডিসিন কর্নার
১৫০ রোকেয়া স্মরণী, সেনপাড়া পর্বতা, সেকশন-১০, মিরপুর, ঢাকা।
আদ-দ্বীন হাসপাতাল
মগবাজার, চৌরাস্তা মোড়, ঢাকা।
সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ২০, ২০১০
Leave a Reply