‘নাক-কান-গলা ও হেড-নেক সার্জারি বিভাগ’ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ‘সোসাইটি অব্ অটোল্যারিংগোলজিস্ট অ্যান্ড হেড- নেক সার্জনস অব বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে আগামী ২৩-২৭ মে পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে চার দিনব্যাপী হেড-নেক রোগের বৈজ্ঞানিক কর্মশালা।
গলার টিউমার/ক্যানসার, বধিরদের জন্য ককিলয়ার ইমপ্ল্যান্ট এবং অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। কর্মশালায় অংশ নেবেন এবং অপারেশন করবেন নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সার্জনগণ সরাসরি অপারেশন দেখা ও এ কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আগ্রহী রোগীরা নিবন্ধনের জন্য যোগাযোগ করুন—
ডা. কে এম মামুন মোর্শেদ, আর, এস এবং সহকারী অধ্যাপক (নাক, কান, গলা বিভাগ), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল,
ফোন: ০১৮১৯-৪০৮৮৮০, ০১৯১১-০১৩৭৪৪।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২১, ২০১০
Leave a Reply