২৪ মার্চ স্বাস্থ্য কুশল পাতায় ‘শিশুখাদ্যে ভেজালের পরিণতি’ শিরোনামের প্রতিবেদনে ব্যবহূত ছবির বিষয়ে প্রতিবাদ পাঠিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিবাদে বলা হয়েছে, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গপ্রতিষ্ঠান তানভীর ফুড লিমিটেডে ফ্রেশ ব্র্যান্ডের অন্যান্য ভোগ্যপণ্যের সঙ্গে পাউডার মিল্ক দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, ‘ওই প্রতিবেদনে যে ছবিটি প্রকাশ করা হয়, আমাদের জানামতে, সেটি তেজগাঁওয়ে অবস্থিত আমাদের ডিপোতে কিছু দিন আগে বিএসটিআই ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিদর্শিত ফ্রেশ ব্র্যান্ডের মিল্ক পাউডারের প্যাকেটের গায়ে মূল্য সংযোজনবিষয়ক পরিদর্শনের ছবি। ওই প্রতিবেদনের সঙ্গে ‘ভেজালবিরোধী অভিযানে এ রকম শিশুখাদ্যে ভেজাল ধরা পড়ে অহরহই’ ক্যাপশন সংবলিত ছবির কোনো সামঞ্জস্য না থাকায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ ফ্রেশ মিল্কে কখনোই ভেজাল প্রমাণিত হয়নি।’
স্বাস্থ্য কুশলের বক্তব্য
প্রতিবেদনে ব্যবহূত ছবিটি ফাইল থেকে নেওয়া। প্রতিবেদন বা ছবির ক্যাপশনে কোথাও বলা হয়নি যে, ফ্রেশ মিল্কে ভেজাল রয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদক ও ফটোসাংবাদিক জানিয়েছেন, গত ২০ জানুয়ারি ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত অভিযানের ছবি এটি। এ সংক্রান্ত সংবাদ ২১ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত হয়। ওই দিনের ওই অভিযানে পণ্যে ভেজালের জন্য নয়, বরং গুঁড়ো দুধের প্যাকেটের গায়ে সর্বোচ্চ খুচরা মূল্য না থাকায় আদালত জরিমানা করেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৭, ২০১০
Leave a Reply