সমস্যা: আমি স্নাতম (সম্মান) শেষ বর্ষের ছাত্র। বয়স ২২ বছর, ওজন ৫৫ কেজি। সারা দিনের তুলনায় সন্ধ্যার দিকে আমার খুব খিদে লাগে। প্রস্রাব করার পর চোখের নিচে কেমন জানি অনুভূত হয় এবং সারা শরীর হালকা হয়ে যায়। আমার চোখে মাঝেমধ্যে একটু ব্যথাও করে। প্রস্রাব প্রায় ঘন ঘন হয় এবং মাঝেমধ্যে জ্বালাপোড়াও করে। এক বছর আগে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করিয়েছিলাম। কোনো সমস্যা ধরা পড়েনি। তার পরও চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও অ্যাসিডিটির ওষুধ খেয়েছিলাম, কিন্তু তেমন ফল পাইনি।
আহসান সরদার, কুড়িগ্রাম।
পরামর্শ: আপনার প্রস্রাব পরীক্ষা করিয়ে দেখুন, প্রস্রাবে কোনো প্রদাহ আছে কি না এবং রক্তে সুগার বা শর্করার মাত্রা পরীক্ষা করান। কোনো সমস্যা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন কাজী রফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড এন্ড্রোলজিস্ট
ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৭, ২০১০
Leave a Reply