সমস্যা: আমি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বয়স ২২ বছর।
দীর্ঘ ছয়-সাত বছর থেকে আমি এই রোগে ভুগছি। প্রথমে শরীরের যেকোনো স্থানে একটু চুলকায়।
চুলকাতে চুলকাতে দু-একটা ছোট ছোট পুঁতির মতো দেখা যায়। ফলে চুলকানি আরও বেড়ে যায়। ক্ষতটাও পাঁচ-ছয় ইঞ্চি পর্যন্ত বিস্তৃত হয়। সেটা একসময় মিলিয়ে গিয়ে কিছুদিন পর অন্য স্থানে আবার ওঠে। ক্ষত স্থানটা লাল দগদগে হয়ে যায়।
এর জন্য আমি চিকিৎসকের পরামর্শে মাসখানেক ওষুধ এবং অনিয়মিতভাবে ফেবারিল মলম ব্যবহার করেছি।
কিন্তু স্থায়ী কোনো ফল পাইনি। উল্লেখ্য, আমার উচ্চতা পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি হলেও ওজন মাত্র ৪৯ কেজি। আমি কী ধরনের ওষুধ খাব জানালে উপকৃত হব।
মো. এমদাদ উল্লাহ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
সমাধান: ধন্যবাদ আপনাকে। আপনার রোগটাকে চিকিৎসাবিজ্ঞানে আরটিকেরিয়া বলা হয়ে থাকে। এটি একটি অ্যালার্জিজনিত রোগ। অ্যালার্জি অনেক কারণেহতে পারে সে জন্যসঠিক কারণনির্ণয়টা অনেক জরুরি।আর আপনি যে ওষুধটি ব্যবহার করেছেন, এটি এ রোগের ওষুধ নয়। এ সমস্যা আবার দেখা দিলে ফেক্সোফেনাডিন ১৮০ পাওয়ারের ওষুধটি দিনে একবার খেয়ে দেখতে পারেন।
তবে রোগ নিরাময়ের জন্য রোগের সঠিক কারণটা জানতে হবে আগে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়ে সঠিক মাত্রার ওষুধ ব্যবহার করলে আপনি ভালো থাকবেন আশা করছি।
পরামর্শ দিয়েছেন
ডা. সৈয়দ আফজালুল করিম
চর্ম ও শারীরিক মিলনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ৩১, ২০১০
Uttam
Sir, amar ak potibesi khub gorib manus. Loktir chamray somossa. Sara sorire chulkay aböng futka futka kisu kisu sukie chamray sada sada dag hoyese. Hate amonvabe hoyese j chulkate hater tok thoter moto fete gese. Loktir a rog pray 2 bosor hote. Akbar valo daktar dekháy kintu sufol pay ni. Takar ovabe chikitsa korte pare fole bivinno loker kotha dhore nanarokom cikitsa kore potarito hochche. Sir doya kore bistaritovabe bolben ki korbo ki osudh khabe. Ullekho lokti khuboy gorib ar apnara janen gramer amon lok koto protaröna hoy. Boyos like 38.
Bangla Health
এই ধরনের সমস্যাতে রক্ত পরীক্ষা করিয়ে রোগ নির্ণয় করার দরকার হয়। এখানে ওখানে চিকিৎসায় টাকা খরচ না করে যদি সম্ভব হয়, একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখিয়ে নিতে বলবেন।
আপাতত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত। গোসলের ঘন্টাখানেক আগে নিমপাতা বেঁটে সারা শরীরে মাখিয়ে পরে ভালো করে গোসল করে নিতে বলতে পারেন। এতে সাময়িক উপকার হবে।
Anik.. From 'Dhaka'
sir, amar ei somossa ta 2 bochor dore. prothome amar dui payer 2 side a mean PICHLI te chulkate suru kore. ami na buje chulkai, tarpore dekha jay je jaygata kemon hoye geche. porishkar rakha and na chulkanur jonne koyek mash por jayga ta kichut valo hoy. Tobe, kalo dag theke jay. Last 6 mash dhore aita abar bere geche. Motamuti chulkay and chamra ta halka Colour change hoye geche akta baje gondho ase chamra theke maje maje. Ami doctor dekhate partecina.. But, ami mone kori je amar akon e akta treatment er dorkar. Ami ki osud khete pari and ki Molom use korte pari ei jaygay.. Apni ki amar problem ta bujte perechen.. Please reply diben taratari, ami khub problem face korteci…
Bangla Health
ঔষধ বা মলম ব্যবহার করতে চাইলে ডাক্তার দেখিয়ে নেবেন। আপাতত পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। কোন খাবারে এলার্জি আছে কিনা, থাকলে সেগুলো এড়িয়ে চলবেন।
reja
আমার বয়স ১৮। আমার অনেক দিন ধরে জউনাংের আসে পাশে চুল্কায়। জতক্খন না পর্জন্ত ছিলে জায়,চুল্কাতে থেকে। খত স্থান জালা পোরা করে। সেত্সেতে হয়ে থাকে ও দুর্গন্ধ হয় ও ম্রিত চাম্রা খসে পরে। ঐটা কি কন বর রোগ? ণাকি ফাংাসের আক্রমন? কি কর্তে হবে আমায়। (Tinacort cream টা ইউস করার পর কমে জায়। ঐখন চুল্কায় না। কিন্তু অন্দকোশ থেকে ম্রিত চাম্রা ঝরে পরে অ দুর্গন্ধ হয় ) কি কর্তে হবে?
Bangla Health
পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। জামা-কাপড় বিছানাপত্র পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একটু ঢিলেঢালা সুতীর আণ্ডারওয়ার ও প্যান্ট পরবেন। সকালে বিকেলে ঠাণ্ডাপানি দিয়ে ধুয়ে নেবেন।
চুলকানি কমে গেলে গন্ধ থাকবে না।
রাহাত
আমার এক বন্ধুর নাম রাহাত । তার বয়স ১৬ বছর । গত ১ মাস যাবত তার শরীর চুলকাচ্ছে । কিন্তু অ্যালার্জি আর তার রোগের সাথে পার্থক্য হচ্ছেঃ
১। সে সবকিছু খেতে পারে (যেমন, বেগুন, দুধ, মাছ) খাওয়ার পর চুলকায় না ।
২। প্রতিদিন রাত্রে বিশেষ করে রাত ১০ টার পর বেশি চুলকায় ।
৩। অল্প চুলকাতেই তার শরীর ফূলে যাই কিন্তু ক্ষত স্থানটা লাল দগদগে হয়ে যায়না ।
৪। গরম এর সময় আরও বেশি চুলকায় ।
Bangla Health
খাওয়ার পর পরই চুলকাবে, এমন কোন কথা নেই। রাতের দিকেই চুলকানি বেশি হয়। যেসব খাবারে এলার্জি হয় সেগুলো বাদ দিতে বলবেন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে বলবেন। রাতে ঘুমানোর আগে ঠাণ্ডা পানি দিয়ে শরীর ধুয়ে নিতে বলবেন। ঘুমে সমস্যা হলে ডাক্তার দেখিয়ে হালকা ঘুমের ঔষধের ব্যবস্থা করবেন।
Hazera
Amar ammur culkanir somossa
Sara sorire culkay
Osud khele din din valo Thake tar por abr suru hoy
Sorir er onk jaygay culkate culkate khoyri akar daron kore sukiye khuskir moto hoye jay
Er somadhan ta bolun plzzz