সমস্যা: আমার বয়স ২৫ বছর। অবিবাহিত, ছাত্রী। ছোটবেলা থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে। চিকিৎসক বলেছেন আলসারের প্রাথমিক অবস্থা। সমস্যা হলো—আমার মুখে খুব দুর্গন্ধ। দিন-রাতে দুবার ব্রাশ করি। মিষ্টান্ন, আঠালো কিছু খেলে কুলি করি। মুখ যতটা সম্ভব পরিষ্কার রাখি। তাও কাজ হয় না। কিছুদিন আগে স্কেলিং করিয়েছি। এখনো কিছু পাথর আছে। দাঁতের রং হলুদ। দেখতে পচা লাগে। শুনেছি ছোটবেলায় নিয়মিত ব্রাশ করতে চাইতাম না।
মানসিকভাবে ভেঙে পড়েছি। মানুষের সামনে কথা বলতে ভীষণ বিব্রত হই। মাউথওয়াশ ব্যবহার করলে কিছুক্ষণ কাজ হয়। তারপর আগের মতো হয়ে যায়। সারাক্ষণ মুখে মসলা রাখি, তবু কাজ হয় না। দয়া করে প্রয়োজনীয় পরামর্শ দিলে উপকৃত হব। উল্লেখ্য, অনেক টাকা খরচ করার সামর্থ্য আমার নেই।
মিতু
বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
পরামর্শ: আপনি বলেছেন আপনার মুখে এখনো কিছু পাথর আছে। আপনাকে প্রথমেই একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে ভালোভাবে স্কেলিং করিয়ে নিতে হবে। গ্যাস্ট্রিক ও পেটের সমস্যার কারণেও কখনো কখনো মুখে গন্ধ হয়। এর চিকিৎসা করিয়ে নিন। ক্যারিজও (ক্ষয়রোগ) একটা বড় কারণ। ক্যারিজে সাধারণত খাদ্যদ্রব্য জমা হয়ে পচে দুর্গন্ত ছড়াতে পারে। আবার সায়ানোসাইটিস সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হয়। সেক্ষেত্রে নাক-কান-গলা বিশেষজ্ঞকে দেখাতে হবে। এ ছাড়া প্রতিদিন যত্ন করে ব্রাশ করুন এবং নিয়মিত মুখ পরিষ্কার রাখুন। আশা করি ভালো থাকবেন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান
দন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৪, ২০১০
Leave a Reply