সমস্যা: আমার বয়স ২১ বছর। জন্ম থেকে আমার বাম চোখটি ডান চোখ থেকে ছোট (প্রায় অর্ধেক) ছিল। সে সময়ে চিকিৎসককে দেখালে তিনি অপারেশন করিয়ে নিতে বলেছিলেন। কিন্তু আমার বাবা আর্থিক অসচ্ছলতার কারণে অপারেশন করাতে পারেননি। তারপর দীর্ঘ ২১ বছর কেটে গেছে। বর্তমানে আমি এ বিষয়টি নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। মানুষের সঙ্গে মিশতে পারি না। তা ছাড়া অন্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে কথা বলতেও পারি না। মানুষের সঙ্গে কথা বলার সময় ভয়ে ভয়ে থাকি কখন যদি সে জিজ্ঞেস করে বসে আমার চোখ ছোট-বড় কেন? আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আমি এখন অপারেশন করে বাম চোখটা ঠিক করতে চাই।
বাংলাদেশে এ ধরনের অপারেশন করা হয় কি না এবং করা হলে তা কোথায়
করা হয়? এ ধরনের অপারেশন কি খুব বেশি ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ? জানালে
খুবই উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক
লালবাগ, ঢাকা।
পরামর্শ: ধন্যবাদ আপনাকে। এ সমস্যার জন্য প্রথমেই আপনাকে একজন অভিজ্ঞ ওবুলোপ্লাস্টিক সার্জনকে দেখাতে হবে। এ ধরনের চিকিৎসা সাধারণত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, ইসলামিয়া চক্ষু হাসপাতালে হয়ে থাকে। এই চিকিৎসা তেমন ঝুঁকিপূর্ণ না। চিকিৎসকের কাছে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিন ভালো হয়ে যাবে আশা করছি।
পরামর্শ দিয়েছেন
মো. শফিকুলইসলাম
চক্ষু বিশেষজ্ঞ, সহযোগীঅধ্যাপক, চক্ষু বিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৪, ২০১০
Leave a Reply