সমস্যা: আমার বয়স ২৩ বছর। ওজন ৫৫ কেজি। ২০০০ সালের নভেম্বর মাসে হঠাৎ বাঁ হাতের স্কাপুলা জয়েন্টে ব্যথা অনুভব করি এবং হাত উঁচু-নিচু করতে পারছিলাম না। চিকিৎসকের পরামর্শ নিলে তিনি রিউমেটিক ফিভার হিসেবে চিকিৎসা দেন এবং ২১ দিন পর পর বেনজাপেন ১২ লাখ ইনজেকশন নিতে বলেন। সেভাবে চিকিৎসা নিয়েও আসছি। দু-তিন মাস পর মেরুদণ্ডে থাইরয়েড গ্রন্থি ও বুকে ব্যথা অনুভব করা শুরু করি। আস্তে আস্তে ব্যথা তীব্র হলে চিকিৎসক ইনডোমেথাসিন ওষুধ খাওয়ার পরামর্শ দেন। তাতেও উপকার হয় না। মাঝেমধ্যে হাঁটতেও কষ্ট হয়। এখনো ইনজেকশন ও ইনডোমেথাসিন ওষুধ নিচ্ছি। কিছুদিন আগে বাত ও বাতজ্বর বিশেষজ্ঞকে দেখালে তিনি রিউমেটিক না বলে সালফাসালাজিন গ্রুপের ওষুধ দেন এবং ৩০ দিন ধরে তা ২+০+২ মাত্রায় খেয়ে যাচ্ছি। এতেও ব্যথা কমছে না। ব্যথা থেকে সাময়িক উপশম পাওয়ার জন্য ইনডোমেথাসিন ওষুধ ২৫ মিলিগ্রাম ১+০+১ মাত্রায় নিয়মিত খেতে হয়। এ ব্যথা থেকে কি কখনো মুক্তি পাওয়া যাবে না? এ ব্যাপারে আপনার পরামর্শ পেলে উপকৃত হব।
কেনেডি রায়, দাকোপ, খুলনা।
পরামর্শ: আপনার সামগ্রিক উপসর্গ ও রক্তের রিপোর্টে বোঝা যাচ্ছে, আপনি বাতরোগে ভুগছেন (বাতজ্বর নয়)। আপনি একজন রিউমেটোলজিস্টের পরামর্শ নিন, যাতে আপনার রোগের একটি পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। এতেই চিকিৎসার সঠিক পথ পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন এ কে এম সালেক
ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৩, ২০১০
লিটন
গত ৫ তারিখ সকালে ঘুম থেকে উঠে বুঝতে পাই আমার ডান পায়ের বৃদ্ধা (বড়টা) আগুলে একটু একটু ব্যাথা অনুভব হচ্ছে , হাটতে গেলে ব্যাথা করে । কিন্তু আমার জানা মতে ঐ আগুলে কোন আঘাত পায় নাই , তবে কেন এ ব্যাথা হতে পারে ? আমি Etorix-60mg or clofenac -BP (50mg) খাচ্ছি , ইহা কি সঠিক ঔষধ ?
Bangla Health
এরকম ব্যথা আমরা হঠাত করে সবাইই কম বেশি অনুভব করে থাকি। তার মানে এই না যে তার জন্য ঔষধ খেতে হবে। আপনি হয়তো ঘুমের ঘোরে বা অজান্তেই কোথাও থেকে আঘাত পেয়ে থাকবেন। অনেক সময় আঘাত পেলেও সাথে সাথে ব্যথা লাগে না। যেমন ধরুন ফুটবল খেলার সময়। পরের দিন সকালে দেখা যায় শরীরের কোথাও না কোথাও ব্যথা। এসব ব্যথা আপনা থেকেই আবার চলে যায়।
আপনি যে দুইটা ঔষধ খাচ্ছেন, দুইটাই ব্যথানাশক। তবে ডাক্তার না দেখিয়ে না খাওয়াই ভালো।