সমস্যা: আমার বয়স ২৪, বিবাহিত। ওজন ৭০ কেজি, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। আমি অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছি। প্রায় সাত বছর ধরে দুই থেকে তিন মাস পর পর মাসিক হচ্ছে। দুজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখিয়েছি। আলট্রাসনোগ্রাম ও রক্ত পরীক্ষা করিয়েও কোনো সমস্যা চিহ্নিত করা যায়নি।
প্রথমজন একটি ট্যাবলেট খেতে বলেন। খাওয়ার পর মাসিক হয়। ওষুধ না খেলে আবার সমস্যা দেখা দেয়। কোমর ও পিঠে প্রচণ্ড ব্যথা হয়। কাজ করলে এবং পিরিয়ড বন্ধ হলে ব্যথা বেশি হয়। দ্বিতীয়বার আরেকজন বিশেষজ্ঞকে দেখালে তিনি পরীক্ষা করিয়ে কোনো সমস্যা না পেয়ে চার মাস আরেকটি ট্যাবলেট খেতে দেন।
সেটি খাওয়ার পর চার মাস মাসিক নিয়মিত হয়। তারপর মাসিক বন্ধ হয়ে যায়। পরে আরও তিনটি ওষুধ দেন চার মাসিককালীন খাওয়ার জন্য। কিন্তু চার মাস ওষুধ সেবনকালীন মাসিক হয়। তারপর আবার মাসিক বন্ধ হয়ে যায়। আমি মনে করেছি কনসিভ করেছি। কিন্তু পরীক্ষা করে বুঝি স্রাব বন্ধ হয়ে গেছে। আপা, আমি এর সমাধান চাই এবং কীভাবে মা হতে পারি তার উপায় বলুন।
নাম প্রকাশে অনিচ্ছুক
মীরসরাই, চট্টগ্রাম।
পরামর্শ: আপনার ওজন আরও পাঁচ কেজি কমানোর চেষ্টা করলে ভালো হয়। রক্ত পরীক্ষা করিয়েছেন লিখেছেন, তবে সেটা রক্তের হরমোন লেভেল কি না জানাননি। হরমোন লেভেল ঠিক থাকলে অনিয়মিত মাসিক হওয়ার কথা নয়। আপনি আপনার পরীক্ষার রিপোর্টগুলো আবার দেখুন।
যদি হরমোন পরীক্ষা করা হয়ে থাকে এবং সেটা নরমাল লেভেলে থাকে তবে ট্যাবলেট লেট্রাল (২.৫ মিলিগ্রাম) একটি করে দিনে ২ বার মাসিকের দ্বিতীয় দিন থেকে ৫ দিন খাবেন অন্তত ৩ মাস। এতেও ফল না হলে আবারও স্ত্রীরোগ বিশেষজ্ঞ অথবা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের সঙ্গে দেখা করে পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন
রওশন আরা খানম, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ২৪, ২০১০
salam
ami nawsin,amar boyos 31,bia hoisa 6yr,bt ami akono ma hote parinai,amar piriod ar somossa asy suru thakai,6-7 mas por por hoi r hole valo hote chai na.osud khaya bondo korte hoi,onak porikha korsi amar thyroid r pcos ar somossa dhora porsa, ami ki korta pari ,ki korla ami ma hote parbo , pls janaben , ami khube manosik osanti ta asi, amai help korban
nawsin…………
দুশ্চিন্তা না করে, আর যেখানে সেখানে চিকিৎসা না করিয়ে চেষ্টা করুন কোনো স্পেশিয়ালিস্ট ডাক্তার দেখাতে।
আপনার শান্তি কামনা করছি।
ভালো থাকুন।
proti mase matro ak din ar kom mens hoi. tao abar kalo borner. ami ki osud kabo.ar amer samir birjer morality matro 20%. ki osud kala morality badba.
যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তার দেখিয়ে তারপর তাদের পরামর্শ মেনে খাওয়া উচিত। আপনার দুজনের ডাক্তারের কাছে গিয়ে চেকআপ করিয়ে নিন।
salam,
amar age 24 years o obibahito. amar mashik shob shompoy khub shavabik chilo.hothat last 4-5 month dhore amr mashiker er poriman kome ashe.ekon last 2 month dhore mashik hochhe na.anak e bole je birth control pill khele shob thik hoye jay.kintu amr ei shob bishoy nia dharona khub e kom . tachara amr pokhhe ekhon shorashori Dr. dekhano possible o na.ami khub dushchintay achi.ki korte pari ei bepar take ager moto normal korar jonno?
মাসিককে অনিয়মিত করে দিতে দুশ্চিন্তার তুলনা নাই। তাই দুশ্চিন্তা একদমই করবেন না।
প্রচুর পানি পান করুন। খাওয়াদাওয়া আর ঘুম ঠিক রাখুন। হালকা ব্যায়ামের অভ্যাস করুন।
পিল খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করে নিলে ভালো হয়। নইলে ক*ন*ড*ম ব্যবহার করুন।
সাধারণত এমন মিসটেক করতে দেখিনি।
শ্রদ্ধেয় ডাক্তার মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি। উপরিল্লিখিত প্রশ্নকারী একজন লিখেছেন তিনি অবিবাহিতা অথচ তাকে পরামর্শ দেওয়া হয়েছে ক*ন*ড*ম ব্যবহারের।
এটি আমার বুঝার ভুল নাকি …….
হুম। অবিবাহিত বলে একদিক দিয়ে দেখতে গেলে ক*ন*ড*ম ব্যবহারের পরামর্শ ভুল!
উনি বার্থ কন্ট্রোল পিল খাওয়ার কথা উল্লেখ করেছেন বিধায় আমাদের মনে হয়েছে উনি সেক্সুয়ালী একটিভ, এবং নিয়মিত ক*ন*ড*ম ব্যবহার করেন। এখন হয়তো অন্যের পরামর্শ শুনে ক*ন*ড*ম বাদ দিয়ে পিল খাওয়ার দিকে ঝুঁকতে পারেন। এটা ভেবেই পিলের ব্যাপারে যে কারো পরামর্শ না শুনে ডাক্তারের সাথে পরামর্শ করতে বলা হয়েছে। নইলে ক*ন*ড*ম কনটিনিউ করতে বলা হয়েছে।
আমাদের বোঝার ভুল হতে পারে। তবে উনিও আর এ ব্যাপারে ফলো-আপ করেননি বলে ব্যাপারটা পরিষ্কার হয়নি।
আপনাকে ধন্যবাদ ব্যাপারটা তুলে ধরার জন্য।
Ami amar pamikar sate sex korte cai.But korte partecina karon sontan hobar sombabonay. amra kondom o baboher korte korte caina. akon upay ke.
আপনার জন্য- নিরাপদ সেক্সের জন্য ক*ন*ড*মের বিকল্প নেই।
আমার বোনের বয়স ১৩ বছর ।ওজন ৪৮ কেজি । উচ্চতা ৫ ফুট 2 ইঞ্চি। প্রথম মাসিক হয় গত বছর সেপ্টেম্বর মাসে । প্রথম থেকেই খুব সামান্য হচ্ছে । প্রতি মাসে খুব সামান্য রক্ত যায় । তবে সপ্তাহে ৫ দিন হয় ।কি করলে তার স্বাভাবিক মাসিক হবে দয়া করে বলে দিন ।
বয়সের তুলনায় ওজনটা একটু বেশী মনে হচ্ছে। যা হোক, এখানে অস্বাভাবিকের কিছু দেখছি না। মাসে একবার হলেই হলো। তবে প্রতিমাসে একই তারিখে শুরু হবে, এমনটি আশা করা ঠিক নয়। সাধারণত পরের মাসে কয়েকদিন পর থেকেই শুরু হয়। ৪/৫ দিন ধরে হওয়টাও অস্বাভাবিক নয়। এ নিয়ে আপাতত দুশ্চিন্তার কিছু নাই।
amar bouer chele hoi 29.08.2011 tarike er or or ki ki khowa khub dorkar please diet chat ta dele bhalo hoi.
আমার আমার বয়স ১৪ বছর আমার ২ মাস যাবত মাসকি হয় না । আমার কয়কবার আমার প্রেমকিের সাথে মিলন হয়ছে েকিন্ত আমার যেৌন পথ ছোট হোয়ায় ভিতরে ঢুকে নাই । সে ক*ন*ড*ম ব্যবহার করতঃ আম িখুবই টেনশন করতাছ িকি করব সহযোগীতা করলে খুশ িহব, ধন্যবাদ
ক*ন*ড*ম ব্যবহার করেছেন, তারপর আবার ভিতরে ঢুকে নাই- সুতরাং যা নিয়ে টেনশন করছেন, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। তবে আপনার বয়স এখন অনেক কম। এখনই এইসব করতে যাবেন না। অন্তত বয়স ১৮ না হওয়া অবধি তো নয়ই।
প্রথম দিকে এরকম অনিয়মিত মাসিক হতে পারে। এটাই স্বাভাবিক। এমন কি অনেকদিন পর্যন্তও না হয়ে থাকতে পারে। আবার একবার হয়ে আবার অনেকদিন বন্ধ থাকতে পারে। বয়স বাড়তে থাকলে ধীরে ধীরে নিয়মিত হবে।
আমিও ১৩/১৪ বছর বয়সে তোমার মত সমস্যায় পড়েছিলাম , আমার প্রেমিক আমার *যৌ*ন*ি পথ ছোট বিধায় ঢুকাতে পারতো না এবং চিনতো না, আমি তাকে সাহায্য করে আমার *যৌ*ন* পথে তার লিঙ্গ ঢুকাইতাম । কয়েকবার করার পর মাসিক নিয়মিত হয় নাই , পরে ঠিক হয়েছিল । মনে রাখবা , এ বয়সে সেক্স করার আনন্দ কখন ভুলার নই, বয়স -১৩ থেকে ৩৫ পর্যন্ত মেয়েদের সুবর্ণ সময় , তবে এ বয়সে যার সাথে সেক্স কর, তার থেকে ১৫ বছর পর বর্তমানের মত সমান ভাবে পাবার আশা করিও না , তার পাত্র শুন্য হয়ে যাবে । আমি একজন ভুক্তভোগি । নিয়মনুযায়ী ১৮ বছর বললেও আমাদের সেক্সরে চাহিদা শুরু হয় ১০ বছর থেকে , তাই বলে উপভোগ করবো না , তা কি হয় ? এ বয়স কোন নিয়ম আমাদের ফেরত দিবে না । যে যা বলে বলুক, আমার মতে মেয়েদের সেক্স উপভোগ করার বয়স ১২ থেকে , ১৮ হলে সংসার করবো , তখন সেক্স করার সময় কোথায় ?
pael apu ja bolechen ta thikna. karon ete samajik obokhoi suru hobe and sexual rog balai bere jabe. sob theke boro kotha choritro jar kharap she kharap poramorsho dibe etai savabik. ami nije ekta maye tai sob mayeke bolbo sex hochche ekta upai to make love. So make love with whom u realy love. dos joner sathe sex kore j moja ekjoner sathe bar bar koreo sai moja pawoa jai. tai husband er thole sunno howar chinta na kore kivabe tar bishostota orjon kore take vhalobeshe anondo neowa jai sai chesta korte hobe. songsar korbe ekjoner r sex korbe r ekjoner sateh er mane hochche tomar songsarer proti tomar kono responsibility nai plus tomar songsar korar kono maneai nai. tai pael apur kotha na sune ISLAM er adorse husband er proti vhalobasa rekhe sundor ekti songsar gore tolar chesta kora uchit. ami perechi amar bishas onnorao chesta korle parbe.amar age 65years and amar dui chele and ek maye ami putro bodhu amar husband and chele maye nie onek happy. thanks
bangla health k bolbo, emon kono post apnara rakhben na jate r dosjon provabito hoi kono kharap poramorse, jate social balance nosto hoi. sex kora kharap na tobe jar tar sathe kora jeno teno vhabe kora kharp eta nischoy apnara sikar korben. Sex k ekta pobitro bondhoner moddome upovog korte manuske udbuddo korben eai asai korchi bangla health er sokol pathok and uddogtar kache.
Thanks
আমার বয়স ২৩ আমার ৫ তারিখ মাসিক time এখনো হই নাই আমি বিবাহিত আমি ১টা মাসিক হওয়ার ঔশুধ এর নাম চাই
মাসিক মাঝে মাঝে একটু এদিক-ওদিক হতে পারে। এজন্য আগেই ঔষধের উপর নির্ভর করা ঠিক নয়। শুধু মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলুন, ঠিক মতো খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখুন। এতেই ঠিক হয়ে যাবে।