হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি দু’টি সংক্রামক রোগ। হেপাটাইটিস এ বা সাধারণ জন্ডিস সাধারনত: খাবার পানি বাইরের খোলা ও জীবানুযুক্ত খাবার আহার করলে এবং আক্রান- ব্যক্তির সংস্পর্শে আসলে অথবা আক্রান- ব্যক্তির ব্যবহার্য জিনিসপত্র ব্যবহার করলে হেপাটাইটিস এ বা সাধারণ জন্ডিস সংক্রমিত হতে পারে। সাধারনত: বিশ্রাম ও কিছু নিয়ম-নীতি মেনে চললে হেপাটাইটিস এ ভালো হয়। হেপাটাইটিস এ জন্ডিসের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন। দু’টি ভ্যাকসিন দিয়ে হেপাটাইটিস এ রোধ করা যায়। আর এক ধরনের জন্ডিস হচ্ছে হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি ভাইরাস থেকে এই রোগ সংক্রমিত হয়। জীবানুযুক্ত ইনজেকশনের সূই ব্যবহার জীবানুযুক্ত রক্ত সঞ্চালন, আক্রান- ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক এই রোগ সংক্রমনের প্রধান কারণ। এই রোগের বিরুদ্ধে কার্যকর ভ্যাকসিন রয়েছে। ৪টি ভ্যাকসিন দিয়ে হেপাটাইটিস বি প্রতিরোধ করা যায়। তবে ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে সবচাইতে উন্নতমানের কার্যকর ভ্যাকসিন দিতে হবে, কমদামের অননুমোদিত ভ্যাকসিন দিবেন না। জেনে নেবেন ভ্যাকসিন ওষুধ প্রশাসনের অনুমোদিত কিনা। সব সময় মনে রাখবেন অনেক অসাধু ব্যবসায়ী মুনাফা লাভের আশায় অকার্যকর কমদামী ভ্যাকসিন বাজারজাত করছে। এসব ভ্যাকসিন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরী হয় না।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ২০, ২০১০
Sir, amar bari thakurgaon e, ami college vorti howar jonno dhaka jabo, kintu tar age ami hepatytis er tikagulo nite chai,
Please bolben ai tika kotha hote nibo, ebong koto taka lagbe?
নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
sir,amar age 24.amar barbar jondis hocche.akon ami ata teke kivabe mokti pete pari?r jondish er lokkon ki ki akto bolben pls?ami ai niye kov tention e asi
জন্ডিস আসলে কোন রোগ নয়, এটা অন্য রোগের উপসর্গ। এতে চামড়া ও চোখ হলুদ হয়ে যায়। বার বার এমন হলে ডাক্তার দেখিয় সঠিক কারণ নির্ণয় করা উচিত।
আমার বয়স২২ বছর উচ্চতা ৫ ফুট ৩ ইঞি ওজন ৪৫ কেজি.পেনিস ৪,,ইঞি. আমার মাসে তিন চার বার সপ্নদোস হয় তাই আমি হস্তমুইথন করি.এতে আমার কি কি খতি হবে . উওর দিলে অনেক উপকৃত হব |
না, ক্ষতি হবে না। তবে শরীরের ওজন বাড়াতে চেষ্টা করুন।
আমার বয়স 22 বছর। আমার বিগত দুই বছর যাবত জন্ডিস। আমি এর জন্য অনেক চিকিতসা করেছি কিন্তু এটা একেবারে যাচ্ছে না। আমি প্রায় প্রতি 2মাস অন্তর জন্ডিস পরীক্ষা করি এতে 1.6 অথবা 1.7 এরকম হয় । বর্তমানে আমি ভীষণ মাথা ব্যাথা আর বমিভাব অনুভব করছি। দয়াকরে আমাকে সঠিক পরামর্শ দেন।
সঠিক ভাবে চিকিৎসা এবং সুস্থ জীবনযাপন পদ্ধতির মধ্যে থাকলে জন্ডিস ভালো হয়ে যায়। চিকিৎসার পাশাপাশি নিজে এবং খাবার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন, মসলা-তেলেভাজা জাতীয় বাজে খাবার খাবেন না। অল্প অল্প করে ঘনঘন খাবেন। প্রচুর পানি পান করবেন।