দেশের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক শুভাগত চৌধুরী ও মনো চিকিৎসক ডা: মোহিত কামাল এবং মনো বিজ্ঞানী উম্মে কুলসুম কলির বই মেলায় ৫টি নতুন বই
অধ্যাপক শুভাগত চৌধুরী তার স্বাস্থ্য বিষয়ক বই দু’টি হচ্ছে সুস্থ থাকুন এবং জীবানুর বিরুদ্ধে লড়াই। গ্রন্থ দু’টি প্রকাশ করেছে কেরাত প্রকাশ ও রূপ প্রকাশ। সুস্থ থাকুন গ্রন্থটিতে উচ্চ রক্তচাপ, দুঃচিন্তা, হৃদযন্ত্রের কথা, পেটে জার্ম জমা, রক্তের লিপিড হৃদহিতকর খাবার, ডায়াবেটিস, সুস্থ থাকার উপায়, ঘুম এবং নারীর স্বাস্থ্য, ক্যান্সার ও খাদ্য ইত্যাদি বিষয় স্থান পেয়েছে। আর জীবানুর বিরুদ্ধে লড়াই গ্রন্থে অনুবিক্ষণ যন্ত্রের আবিষ্কার, অনুজীব সম্পর্কে জানা, রোগ চিকিৎসায় ওষুধ, রোগজীবানুর কথা নানা দুর্লভ বিষয় অনর্-ভূক্ত রয়েছে। বারডেম এর ল্যাবরেটরী বিভাগের প্রধান অধ্যাপক শুভাগত চৌধুরী একজন স্বনামধন্য স্বাস্থ্য বিষয়ক লেখক। তিনি ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত লেখেন। বই মেলায় তার আরও ৫টি বই আসছে।
ডা: মোহিত কামাল তিনি বিশিষ্ট মনো চিকিৎসক ও মনোবিজ্ঞানী, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক। এবারের বই মেলায় প্রকাশ করেছেন ‘টিনএজ মন’ নামের একটি মনো বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য বিষয়ক বই। তার বইটি প্রকাশ করেছে তাম্রলিপি প্রকাশনা। গ্রন্থটিতে কম বয়সী ছেলে-মেয়েদের প্রেম, বিরহ, দুঃখ-বেদনা, কিশোরীর বিষাদ, তারুণ্যের ভালবাসা, কিশোরদের নানা অনুভূতি ও শারীরিক ও মানসিক সমস্যা, শিশু কিশোরদের আচরণগত সমস্যা নিয়ন্ত্রণের কৌশল, মাদকাসক্তি প্রতিরোধ, ইন্টারনেট অ্যাডকশন, আকাশ সংস্কৃতি ও কিশোর কিশোরীদের মন, কিশোর-কিশোরীদের নানা সমস্যা এবং পিতা-মাতার কর্তব্য সহ নানা বিষয়ে তর্থ বহুল নিবন্ধ স্থান পেয়েছে গ্রন্থটিতে। মোহিত কামাল এখন আধুনিক ও সুলেখক।
মনোবিজ্ঞানী উম্মে কুলসুম
অটিস্টিক শিশু ও শিশুর মানসিক রোগ ও আচরনগত সমস্যা শীর্ষক তার দু’টি গ্রন্থ। অটিস্টিক শিশুদের জীবন, আচরণ এবং পরিবারের করণীয়সহ নানা বিষয় ভিত্তিক একটি সমপোযোগী গ্রন্থ হচ্ছে অটিস্টিক শিশু। লেখিকা মূলত কিভাবে এধরনের শিশুদের আচরণগত পরিবর্তন এনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন তার কিছু কেস স্ট্যাডি স্থান পেয়েছে গ্রন্থটিতে। গ্রন্থটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এই গ্রন্থটি পড়লে বাবা-মা সহ অনেকের নানা ভুল ধারণা ভেঙ্গে যেতে সহায়ক হবে। লেখিকার অপর গ্রন্থখানি হচ্ছে শিশুর মানসিক রোগ ও আচরণগত সমস্যা নিয়ে। এই গ্রন্থটিও প্রকাশ করেছেন ইত্যাদি গ্রন্থ প্রকাশ। লেখিকা অর্গানাইজেশন ফর চিলড্রেন কেয়ার এন্ড ডেভেলপমেন্ট (অরকিড) এর প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন। শিশুর মানসিক রোগ ও আচরণগত নানা সমস্যা এবং এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় তার বিস্তারিত সহায়ক তথ্য স্থান পেয়েছে গ্রন্থটিতে। গ্রন্থখানি শিশুর সুন্দর জীবন গঠনে সহায়ক হতে পারে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ফেব্রুয়ারী ১৩, ২০১০
Leave a Reply