শিশুর যত্ন ও রোগ প্রতিরোধে আপনার করণীয়
লেখক: অধ্যাপক তাহমীনা বেগম
পৃষ্ঠা সংখ্যা: ১২০
প্রকাশক: বিজয় প্রকাশ, ১২ বাংলাবাজার, ঢাকা-১১০০।
দাম: ১৪০ টাকা
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শিশুর যত্ন ও রোগ প্রতিরোধে আপনার করণীয় বইটি। জন্মের পর থেকে নবজাতক কিংবা শিশু নানা রোগে আক্রান্ত হতে পারে। সর্দি-কাশি থেকে শুরু করে নানা রোগব্যাধি ভিড় করে আছে শিশুর চারপাশে।
এসব নিয়ে অনেক সময় বাড়তি ভোগান্তি পোহাতে হয় শিশুর মা-বাবাকে। আর শিশুর যত্ন ও চিকিৎসার বিষয়েও মা-বাবার মনে সংশয় আর নানা জিজ্ঞাসা থাকে। মা-বাবার সচেতনতার অভাবে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ে। এতে করে তাদের কষ্ট আরও বেড়ে যায়। এমন মা-বাবার কথা মাথায় রেখে সহজ-সরল ভাষায় লেখা হয়েছে বইটি।
লেখক খুব সচেতনভাবেই খেয়াল রেখেছেন, শিশুস্বাস্থ্যের কোনো কিছুই যেন বাদ না পড়ে। বইটিতে শিশুদের মানসিক সমস্যার কথাও উঠে এসেছে। লেখক একজন শিশুরোগ বিশেষজ্ঞ। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যে তিনি বইটি লিখেছেন, তা বেশ বোঝা যায়। এমনভাবে বইটি লেখা হয়েছে, যেন বইটি পড়ে মা-বাবা কিংবা অভিভাবকেরা শিশুদের সাধারণ অসুস্থতায় বাড়িতে যত্ন নিতে পারেন এবং কখন শিশুকে হাসপাতালে নিতে হবে, সেটাও বুঝতে পারেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ১৭, ২০১০
Leave a Reply