স্বাস্থ্যবিষয়ক বই – জীবাণুর বিরুদ্ধে লড়াই
লেখক: অধ্যাপক শুভাগত চৌধুরী
পৃষ্ঠা সংখ্যা: ৫৬
প্রকাশক: ক্রাট প্রকাশ, ৩৪ বাংলাবাজার, ঢাকা।
দাম: ১০০ টাকা।
এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে স্বাস্থ্যবিষয়ক বই জীবাণুর বিরুদ্ধে লড়াই। অধ্যাপক শুভাগত চৌধুরী বরাবরের মতোই সহজ ভাষায় লিখেছেন বইটি। ১০টি অধ্যায়ে বিন্যস্ত বইটিতে বিভিন্ন ধরনের সাধারণ ও মারাত্মক জীবাণু সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
জীবাণুর বিস্তার ও বিস্তারের আগেই প্রতিরোধ, জীবাণু সংক্রমিত হলে করণীয় এবং অণুজীব সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে বইটিতে। এ ছাড়া এতে জেনার, লুই পাস্তুর, জোসেফ লিস্টার প্রমুখ বিজ্ঞানীর জীবাণু বিষয়ে গবেষণার সংক্ষিপ্ত বিবরণ রয়েছে। কিশোরদের উপযোগী করে লেখা হলেও বইটি সব বয়সী মানুষের কাজে আসবে, তা নির্দ্বিধায় বলা যায়।
স্বাস্থ্য ছড়া
সারওয়ার-উল-ইসলাম
পৃষ্ঠা সংখ্যা: ৪০
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশক: বিদ্যাপ্রকাশ, ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা।
মূল্য: ৬০ টাকা
ছন্দ আর মিলের টুংটাং শব্দে ছড়ার জগত্ সৃষ্টি হয়। ছড়া প্রিয় হয়ে ওঠে শিশুসহ বয়স্ক পাঠকের কাছে। আর ছড়া পড়ে যদি স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন হওয়া যায়?
তেমনি একটি বই স্বাস্থ্য ছড়া। লিখেছেন ছড়াকার সারওয়ার-উল-ইসলাম। ২০০৪ সালে প্রথম আলোর ‘স্বাস্থ্যকুশল’ পাতায় প্রকাশিত হয়েছে এই বইয়ের ছড়াগুলো। বইটিতে আছে ডেঙ্গু, ডায়াবেটিক, নিউমোনিয়া, ডায়রিয়া, বিষণ্নতা, এইডস, ধূমপান, পোলিও, ছোট মাছের গুণ, হাঁটাহাঁটি, মৌসুমি ফল, সি ভিটামিন—এ সব নিয়ে ছড়া। ছন্দ ও মিলের সংমিশ্রণে প্রতিটি ছড়াই সুখপাঠ্য। বইটি এবার একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৩, ২০১০
Leave a Reply