সম্প্রতি গবেষকরা হৃৎপিণ্ডের ওপর রাগের প্রভাব নিয়ে একটি পরীক্ষা চালান। এজন্য তারা ৬২ জন ব্যক্তির শরীরে Implantable cardioverter defibrillators স্থাপন করেন এবং তাদেরকে এমন ঘটনার কথা স্মরণ করতে বলেন যা তাদের ক্রুদ্ধ করে তুলেছিল। ফলাফলের ভিত্তিতে গবেষকরা এই অভিমত ব্যক্ত করেন যে, যারা অধিকতর ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তারা আগামী দুই থেকে চার বছরে ১১ গুণ বেশি মারাত্মক হৃদ-ছন্দ (Heart-rhythm)-এর শিকার হবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ২৩, ২০১০
Leave a Reply