মার্কিন বিশেষজ্ঞগণ এক গবেষণা রিপোর্টে উল্লেখ করেছেন সোমবার অর্থ্যাৎ সপ্তাহের কাজের প্রথম দিন হার্ট এ্যাটাক বেশী হয়। আর এই হার্ট এ্যাটাকের সময় হিসেবে বলা হয়েছে ভোর ৪টা থেকে সকাল ১০ টা পর্যন্ত দেখা গেছে অন্যান্য সময়ের চাইতে এই সময়ে হার্ট এ্যাটাক বেশী হয়। ওমেন্স হার্ট ফাউন্ডেশনের গবেষকদের তথ্য মতে সকাল বেলা রক্তের অনুচক্রিকা বা প্লাটিলেটস খানিকটা স্টিকি থাকার কারণে এসময় হার্ট এ্যাটাক বেশী হয়। তবে শুধু সোমবার নয়, সপ্তাহের অন্যান্য দিনেও হার্ট এ্যাটাক হয়। এছাড়া গবেষণায় উল্লেখ করা হয়েছে ফুটবলসহ যে কোন খেলায় পছন্দের দল হেরে গেলেও হার্ট এ্যাটাক হতে পারে। তাই খেলা দেখে উত্তেজিত বা দারুনভাবে হতাশ না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জানুয়ারী ০৯, ২০
Leave a Reply