সমস্যা: আমার বয়স ২৩ বছর। আমার প্রধান সমস্যা কাশি। কাশিটা সাধারণত শুকনো, তবে মাঝেমধ্যে সামান্য পরিমাণে সাদা কফ বের হয়। যদিও কাশিটা সারা বছরই থাকে, তবে শীতের সময় এর তীব্রতা বেড়ে যায়। মাঝেমধ্যে কাশির জন্য ঘুমোতে কষ্ট হয়, কখনো কখনো ঘুম থেকে জেগে বসে থাকি। তখন বুক থেকে শাঁ শাঁ বা চো চো আওয়াজ অনুভব করি। কাশতে কাশতে আমার বুক ও পেটে ব্যথা হয়ে যায়। যদি কখনো ধুলোবালিতে যাই বা দূরপাল্লার বাসে যাতায়াত করি, তখন কাশির সমস্যাটা আরও বাড়ে। আমার এ সমস্যাটা কয়েক বছর ধরে এবং ক্রমেই এর তীব্রতা বাড়ছে। আমার ধুলোবালিজনিত অ্যালার্জি আছে, যদিও এর জন্য আমি কখনো কোনো ওষুধ সেবন করিনি, তবে অ্যালার্জি সৃষ্টিকারী খাবার থেকে বিরত থাকি। আমার কাশির কারণ কী? এ সমস্যাটা কি ভবিষ্যতে আরও বাড়বে? শুধু সতর্কতার মাধ্যমে আমার কাশিটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব? নাকি ওষুধ গ্রহণ করতেই হবে? এ ওষুধগুলো কি ঘুম বাড়ায় বা শরীর দুর্বল করে?
মনি, খুলনা।
পরামর্শ: আপনার কাশি সম্ভবত অ্যাজমা বা হাঁপানির জন্য হয়েছে। তবে আপনার কাশির কারণ নিশ্চিত হওয়ার জন্য কিছু পরীক্ষা করতে হবে। যেমন—লাং ফাংকশন টেস্ট বা স্পাইরোমেট্রি, স্পিউটাম ইসোনোফিল কাউন্ট এবং বুকের এক্স-রে—এই পরীক্ষাগুলো অবশ্যই বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে করাবেন। যদি আপনার অ্যাজমা হয়ে থাকে এবং সঠিক চিকিত্সা গ্রহণ না করেন, তবে সমস্যাটা ভবিষ্যতে আরও বাড়তে পারে। শুধু সতর্কতার মাধ্যমে আপনার সমস্যার সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেসব কারণে এটা বেড়ে যায় তা এড়িয়ে চললে এর তীব্রতা অনেকাংশে কমে যাবে। যদি আপনার কাশির কারণ অ্যাজমা হয়, সে ক্ষেত্রে আপনাকে অ্যাজমার সঠিক চিকিত্সা নিতে হবে। যেমন—নিয়মিত স্টেরয়েড ইনহেলার, ট্যাবলেট থিওফাইলিন ও প্রয়োজনমতো সালবিউটামল ইনহেলার ব্যবহার করতে হবে। একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এগুলোর সঠিক মাত্রা জেনে নিন। শুধু অ্যাজমার ওষুধ ঘুম বাড়ায় না, সঠিক মাত্রায় নিলে শরীর দুর্বলও করে না। তবে অ্যালার্জিজনিত ওষুধ, যেমন অ্যান্টিহিস্টামিন, কিটোটিফেন অনেক সময় ঘুম বাড়াতে পারে। কাশি অ্যাজমা বা হাঁপানি রোগের অন্যতম প্রধান উপসর্গ। যদিও কাশি বছরের যেকোনো সময় হতে পারে, তবে বেশির ভাগ ক্ষেত্রেই এর তীব্রতা বছরের কিছু নির্দিষ্ট সময়ে (ঋতু পরিবর্তনের সময়) বেড়ে যায়। কাশি সাধারণত রাতে বা সকালে বেশি হয়। কাশির সঙ্গে অ্যাজমার অন্যান্য উপসর্গ, যেমন শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব করা, বুকের মধ্যে কাশির মতো শব্দ অনুভব করা; তবে কারও কারও শুধু কাশিই অ্যাজমার একমাত্র উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। এ রকম হলে দ্রুত বক্ষব্যাধি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন
মো. দেলোয়ার হোসেন
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
বারডেম ও ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৬, ২০১০
Leave a Reply