ত্বকের নানা ধরনের সমস্যা রয়েছে। ত্বকের ধরন অনুযায়ী এসব সমস্যার চিকিৎসা ও প্রতিকার করা উচিত। সাধারণত শুষ্ক ত্বক ও তৈলাক্ত ত্বক ধরা হয়। এর বাইরেও নানা ধরনের ত্বক রয়েছে। এই প্রথম যে কাজটি করা দরকার তা হচ্ছে ত্বকের ধরন বা টাইপ পরীক্ষা করা । বেশীর ভাগ ক্ষেত্রে তৈলাক্ত ত্বকে অয়েল বেজড কসমেটিক ব্যবহার করা হয়। আবার যাদের শুষ্ক ত্বক তারা বিপরীত ধরনের কসমেটিক ব্যবহার করেন। এটা ত্বক পরিচর্যার সম্পূর্ণ পরিপন্থী। মনে রাখতে হবে যাদের ত্বক তৈলাক্ত তাদের মুখের ব্রণ, সেবোরিক ডার্মাটাইটিস হবার ঝুঁকি বেশী থাকে। তাই তৈলাক্ত অয়েল বেজড কসমেটিকস, ক্রিম, লোশন ব্যবহার করলে মুখের ব্রণ ও সেবোরিক ডার্মাটাইটিস বেড়ে যেতে পারে। তাই অবশ্যই তৈলাক্ত ত্বক পরিচর্যার ক্ষেত্রে কম তেলযুক্ত প্রসাধন সামগ্রী ব্যবহার করা উচিত। পাশাপাশি ত্বকের তৈলাক্ত ভাব কমাতেও চেষ্টা করতে হবে। এক্ষেত্রে অবশ্যই ত্বক পরীক্ষা করে নেবেন।
ডা: রুবায়েত সিলভা
সূত্র: দৈনিক ইত্তেফাক, ডিসেম্বর ২৬, ২০০৯
Leave a Reply