সমস্যা: আমার বয়স ২৩ বছর, উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি, ওজন ৫২ কেজি। ছোটবেলা একবার আমার দুধদাঁত ভাঙার পর দুই চোয়ালের প্রতিটিতে দুটি করে কর্তনদাঁত গজায় এবং বাকি দুটি করে স্থান ফাঁকা থেকে যায়। কিন্তু আস্তে আস্তে প্রতিটি চোয়ালের কর্তনদাঁত দুটি এমনভাবে বিন্যস্ত হয়ে যায় যে ওই ফাঁকা স্থানে কৃত্রিম দাঁত বসানোর মতো জায়গাও নেই। আমি সবার সামনে হাসতে পারি না, কথা বলতে লজ্জা বোধ করি। দাঁতগুলোকে চাপিয়ে ফাঁকা সৃষ্টি করে সেখানে কৃত্রিম দাঁত বসিয়ে দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে কি? থাকলে তা কীভাবে করতে হবে? আশা করি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাকে হতাশামুক্ত করবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।
পরামর্শ: আপনার দাঁতের চিকিত্সায় বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। প্রথমত আপনার দাঁত কিছুটা চাপিয়ে ফাঁকগুলো বন্ধ করে দেওয়া যেতে পারে। এ ছাড়া ফাঁকা অংশ কিছুটা বাড়িয়ে তার মধ্যেকৃত্রিম দাঁত বসানো যেতে পারে অথবা ব্রিজ করা যেতে পারে। আর দুই পাশের দাঁতে সিরামিকের মুকুট (ক্যাপ) বসানো যেতে পারে। আরেকটি হচ্ছে, দাঁতের লাইট কিউর্ড ফিলিং উপাদান দিয়ে দুই পাশের দাঁতকে একটু একটু বাড়িয়ে ফাঁক কমিয়ে দেওয়া। দাঁতের ফাঁক বড় করে দাঁত চাপিয়ে বসানোর ব্যাপারটা বেশ সময়সাপেক্ষ। এ ছাড়া দাঁত পুনঃস্থাপন চিকিত্সা (ইমপ্ল্যান্ট) করা যেতে পারে। এটি দাঁতের সর্বাধুনিক চিকিত্সা, যা বেশ ব্যয়বহুল। তবে আমাদের দেশেও এটি করা হয়। আপনার জন্য কোন পদ্ধতিটি বেশি উপযুক্ত হবে, তা অবশ্য না দেখে বলা সম্ভব নয়। এ ব্যাপারে আপনি অভিজ্ঞ দন্তবিশেষজ্ঞের সঙ্গে অথবা ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের দন্ত সংযোজন বিভাগে দেখা করুন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
বিভাগীয় প্রধান, দন্ত সংযোজন বিভাগ
ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ০৯, ২০০৯
Leave a Reply