ওয়াহিদ অ্যাকাডেমিতে চলছে বেহালার ক্লাস। বেহালার করুণ সুর আর পিয়ানোর মোহনীয় মূর্ছনা মনের ক্লান্তি কিংবা কষ্ট একটু হলেও দূর করতে পারে। আধুনিক সংগীতায়োজনে এ দুটি যন্ত্রের বেশ ব্যবহার আছে। এ ছাড়া প্রিয় মানুষগুলোকে শোনাতে বা নিজের আনন্দের জন্যও অনেকে বাজাতে চান এগুলো। কিন্তু এর জন্য জানা থাকতে হবে বেহালা ও পিয়ানো বাজানোর পদ্ধতি; শিখতে হবে এর খুঁটিনাটি সব ধরনের কলাকৌশল। অনেকে শিখতে আগ্রহী হলেও জানেন না কোথায় শিখবেন। তাঁদের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানের খবরাখবর জানিয়ে দেওয়া হলো—
আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা
এখানে পিয়ানো ও বেহালা বিভিন্ন মেয়াদে শেখানো হয়। বছরজুড়েই চলে কর্মশালা ও কোর্স। তবে জানুয়ারি, এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে বেহালার কোর্স শুরু হয়। যেকোনো বয়সের যে কেউ ভর্তি হতে পারেন। তবে সাক্ষাৎ কারের ভিত্তিতে ভর্তি করানো হয়।
এখানে পিয়ানোর কোর্সে ভর্তি ফি এক হাজার টাকা। প্রতি মাসে দিতে হবে দুই হাজার ৩০০ টাকা। ক্লাস শুক্র ও শনিবার। সকাল নয়টা থেকে সকাল ১০টা ৩০ মিনিট ও দুপুর ১২টা থেকে বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া রোববার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা ৩০ মিনিট পর্যন্ত। বেহালার কর্মশালায় তিনটি সেমিস্টারের মাধ্যমে শেখানো হয়। প্রতিটি সেমিস্টার তিন মাসের। প্রথম সেমিস্টারে দিতে হবে আট হাজার টাকা, দ্বিতীয় সেমিস্টারে ছয় হাজার ও তৃতীয় সেমিস্টারে সাত হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন গ্রেড ও মেয়াদে বেহালা শেখানো হয়। এর জন্য আট থেকে ২৫ হাজার টাকা করে ফি দিতে হবে। বেহালার কোর্সে প্রতি সপ্তাহে এক ঘণ্টার ক্লাস করা হয়।
যোগাযোগ: ঢাকাতে প্রতিষ্ঠানটির ধানমন্ডি, বারিধারা বা উত্তরার যেকোনো শাখায় শিখতে পারবেন।
ওয়াহিদ অ্যাকাডেমি
ওয়াহিদ অ্যাকাডেমির কর্ণধার ফারুক ওয়াহিদ জানান, ঢাকার ধানমন্ডি ও গুলশান-২-এ এর দুটি শাখা আছে। এখানে পিয়ানো ও বেহালা শেখানো হয়। এ ছাড়া ওয়াহিদ অ্যাকাডেমির শিক্ষক শিশির শিকদার ব্যক্তিগতভাবেও শেখান। এখানে নিবন্ধন ফি দুই হাজার টাকা। প্রতি মাসে দিতে হয় এক হাজার ৫০০ টাকা। প্রতি শুক্রবার ক্লাস হয়।
যোগাযোগ: সড়ক ৭ (অরচার্ড পয়েন্টের পেছনে), ধানমন্ডি, ঢাকা।
বাড়ি-৭, রাস্তা-৯৫, গুলশান-২, ঢাকা।
জার্মান সাংস্কৃতিক কেন্দ্র
এখানে শুধু পিয়ানোর কোর্স চালু আছে। তাত্ত্বিক ও ব্যবহারিক—এই দুই ধরনের ক্লাস নেওয়া হয় প্রতি শনিবার। আসন শূন্য থাকলে যেকোনো সময় ভর্তি করানো হয়। এখানে প্রতি মাসে দেড় হাজার টাকা করে ফি দিতে হয়। এ ছাড়া বিভিন্ন গ্রেডের ফি বিভিন্ন রকম।
মিউজিক প্ল্যানেট
১০ তাহের টাওয়ার, গুলশান গোলচত্বরে অবস্থিত এ প্রতিষ্ঠানে পিয়ানো ও বেহালা শেখানো হয়।
তৌহিদা শিরোপা
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৯, ২০১১
উদাসী পথিক
ইচ্ছে ছিল শেখার,
আপনার কাছ থেকে বিস্তারিত জানতে পেরে উপকৃত হলাম
ভাল থাকবেন সবসময়