ঢাকায় আসন্ন দক্ষিণ এশীয় তৃতীয় ভারত-বাংলাদেশ ক্রীড়া, দিল্লি কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা, দক্ষিণ এশীয় ফুটবল গেমসসহ বাংলাদেশে স্থানীয় ও আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ক্ষিপ্রতা, উত্কর্ষ, দক্ষতা, নৈপুণ্য ও প্রতিযোগিতার মানসিকতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের সমন্বয়ে ক্রীড়াবিজ্ঞান (মাল্টিডিসিপ্লিন স্পোর্টস সায়েন্স) ও স্পোর্টস মেডিসিন কাজে লাগানোর উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস সায়েন্সের উদ্যোগে ডিসেম্বর মাসে দুটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে ২ থেকে ৬ ডিসেম্বর ‘টিম ফিজিশিয়ান’ কোর্স এবং ৭ থেকে ১৩ ডিসেম্বর ‘স্পোর্টস ফিজিওথেরাপি’ কোর্সে প্রশিক্ষণ দেবেন তুরস্ক ও কানাডার চারজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকান, টার্কিশ ফেডারেশন অব স্পোর্টস মেডিসিন, সিটি স্পোর্টস ফিজিওথেরাপি, কানাডা এবং বাংলাদেশ কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
চিকিত্সাবিদ্যার বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ অর্থোপেডিকস, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপিস্ট, ফিজিওলজি (শারীরবিদ্যা) ফার্মাকোলজি/ফার্মাসি, প্রাণরসায়ন ও পুষ্টিবিদ্যা, ইমারজেন্সি মেডিকেল অফিসার, মনোবিজ্ঞানী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, অ্যানাটমি (কিনসিওলজি ও বায়োমেকানিকস), বিশ্ববিদ্যালয় থেকে পাস করা হোমিও, আয়ুর্বেদি, অ্যাথলেট, ক্রীড়া প্রশিক্ষক, শরীরচর্চা শিক্ষক ছাড়াও পুলিশ, আনসার, ভিলেজ ডিফেন্স পার্টি, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন ফেডারেশন ক্লাব, করপোরেশন সংস্থা ও আগ্রহী পেশাজীবী যোগ্যতানুসারে বা পছন্দ অনুযায়ী দুটি কোর্সের যেকোনো একটিতে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সভাপতি স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ জোবায়ের।
‘দেশের অগ্রগতি তথা ডিজিটাল বাংলাদেশ গড়তে জনকল্যাণমুখী ক্রীড়াস্বাস্থ্যবিজ্ঞান, সংস্কৃতিতে যুগোপযোগী ক্রীড়াবিজ্ঞান ও স্পোর্টস মেডিসিনের (মাল্টিডিসিপ্লিন) ভূমিকাকে যথাযথভাবে তুলে ধরা এবং সম্মিলিত উদ্যোগে দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।’ বললেন মোহাম্মদ জোবায়ের। এই সংক্ষিপ্ত ক্রীড়াবিজ্ঞান ও স্পোর্টস মেডিসিনের ওপর প্রশিক্ষণ ধারাবাহিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত।
প্রশিক্ষণ বা কোর্স শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে। আসন সীমিত। দুই কপি ছবি ও জীবনবৃত্তান্তসহ আবেদন করতে হবে। ১৯ নভেম্বর রাত আটটা পর্যন্ত আবেদন করা যাবে। বাছাই করা প্রশিক্ষণার্থীদের প্রতিটি কোর্সের জন্য এক হাজার টাকা নিবন্ধন ফি দিতে হবে। নিবন্ধনে আগ্রহীরা মহাসচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস সায়েন্স, জিপিও বক্স নম্বর ২৭৭৬, রমনা, ঢাকা-১০০০; অথবা ৩৪৬ এলিফ্যান্ট রোড (বিপরীত ইস্টার্ন মল্লিক) দোতলা, ঢাকা—এ ঠিকানায় আবেদন করতে পারবেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১১, ২০০৯
Leave a Reply