অণ্ডকোষে ব্যথা হলে কিংবা অণ্ডথলির (যে থলির মধ্যে অণ্ডকোষ থাকে) একপাশে বা দু’পাশে ব্যথা হলে সেটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। যেকোনো বয়সের পুরুষদের, এমনকি নবজাতকেরও অণ্ডথলিতে ব্যথা করতে পারে। অণ্ডকোষ হলো পুরুষদের প্রজনন অঙ্গ। শরীরে দু’টি অণ্ডকোষ থাকে এই অঙ্গ বা গ্রন্থিগুলো খুবই সংবেদনশীল। খুব সামান্য আঘাতেও ব্যথা হতে পারে। অণ্ডকোষ বা অণ্ডথলিতে যেকোনো ধরনের ব্যথা হলেই চিকিৎসাগত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
অণ্ডকোষ বা অণ্ডথলিতে ব্যথা হঠাৎ হতে পারে অথবা তীব্র হতে পারে। এ ব্যথা আঘাতের কারণে হতে পারে, ব্যথার সাথে অণ্ডকোষ ফুলে যেতে পারে। রোগী বমি বমি ভাব কিংবা বমি হতে পারে। এ ক্ষেত্রে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
অণ্ডথলিতে ব্যথার সঙ্গে রোগীর অণ্ডথলিতে চাকা, জ্বর, অণ্ডথলির ত্বক লাল, প্রস্রাবে রক্ত, মূত্রনালি পথে অস্বাভাবিক নিঃসরণ, গলা ফুলে যাওয়া প্রভৃতি উপসর্গ থাকলে যতদ্রুত সম্ভব চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি সময়মতো চিকিৎসা করা না হয় তাহলে বন্ধ্যাত্ব ও পুরুষত্বহীনতা ঘটতে পারে। রোগীর তীব্র বা দীর্ঘমেয়াদি ব্যথা থাকবে। অনেক সময় রোগীর অপারেশন করে অণ্ডকোষ ফেলে দেয়ার প্রয়োজন হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অণ্ডকোষের ব্যথার উৎস অণ্ডকোষ নয়, ব্যথা শুরু হয় অণ্ডথলি এলাকায়। অণ্ডকোষের কাজ হলো শুক্রাণু তৈরি করা। তাই অণ্ডকোষকে সুস্থ রাখা অপরিহার্য। প্রতিটি অণ্ডকোষের উপরে থাকে এপিডিডাইমিসকে সুরক্ষা দেয়।
অণ্ডকোষে ব্যথার কারণ : অণ্ডকোষ কিংবা অণ্ডথলির ব্যথার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-
সংক্রমণ বা প্রদাহ : অণ্ডকোষের প্রদাহ বা সংক্রমণের সাথে সবচেয়ে যে সাধারণ অবস্থাটি সম্পৃক্ত তা হলো এপিডিডাইমাইটিস। এপিডিডাইমাইটিস হলো একটি বা দু’টি এপিডিডাইমিসের প্রদাহ। এপিডিডাইমিসে সংক্রমণ হলে সেই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে অণ্ডকোষে। এটা যেকোনো বয়সে হতে পারে এবং হঠাৎ করে হতে পারে।
সবচেয়ে বেশি সংক্রমণ হয় তরুণ ও যুবকদের। এ সংক্রমণের প্রধান কারণ হলো শারীরিক মিলনবাহিত ব্যাকটেরিয়া, বিশেষ করে ক্ল্যামাইডিয়া ও গনোরিয়া।
আঘাত : অণ্ডকোষের আঘাতজনিত ব্যথার সবচেয়ে সাধারণ কারণ হলো স্পোর্টস ইনজুরি বা খেলাধুলা জনিত আঘাত। যদি আঘাত পাওয়ার পর ব্যথা এক ঘণ্টার বেশি স্থায়ী থাকে তাহলে জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আঘাত পাওয়ার পর একটা চাকা দেখা দিতে পারে। আবার নাও পারে। আঘাত পাওয়ার পর অবশ্যই অণ্ডকোষ পরীক্ষা করে দেখতে হবে।
অণ্ডকোষে টরসন বা প্যাঁচ খাওয়া : অণ্ডকোষে প্যাঁচ খাওয়া একটি জরুরি অবস্থা। এ ক্ষেত্রে অণ্ডকোষে রক্ত সরবরাহ বাধাগ্রস্থ হয়। অণ্ডকোষে প্যাঁচ খেলে অণ্ডথলিতে ব্যথা করে ও ফুলে যায়। যদি ৫-৬ ঘণ্টার মধ্যে চিকিৎসা করা না হয় তাহলে আক্রান্ত অণ্ডকোষের টিস্যু মরে যেতে পারে। যদিও এ সমস্যা নবজাতক এবং বয়ংসন্ধিকালে ছেলেদের (১৮ বছরের নিচে) বেশি হয়। তবে এটা যে কোনো বয়সে হতে পারে।
অণ্ডকোষের উপাদেয় প্যাঁচ খেলেও অণ্ডকোষে প্যাঁচ খাওয়ার মতো একই অনুভূতি হতে পারে। অণ্ডকোষে প্যাঁচ খেলে জরুরি চিকিৎসার প্রয়োজন হয় কিন্তু অণ্ডকোষের উপাদেয় প্যাঁচ খেলে সেটা জরুরি অবস্থা নয়। কোনো জটিলতা ছাড়াই ব্যথা সাধারণত এক সপ্তাহ স্থায়ী থাকে।
ডা. মিজানুর রহমান কল্লোল
লেখক : জেরারেল ও ল্যাপারোস্কপিক সার্জন। চেম্বার : কমপ্যাথ লিমিটেড, ১৩৬ এলিফ্যান্ট রোড (বাটা সিগনাল ও হাতিরপুল বাজারের সংযোগ সড়কের মাঝামাঝি), ঢাকা। মোবাইল : ০১৭১৬২৮৮৮৫৫।
সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ৩১, ২০০৯
অণ্ডকোষ একটা বড় একটা ছোট হলে কি Problam আছে ?
অণ্ডকোষ একটা বড় একটা ছোট হলে কি Problam আছে ?
না, কোনো সমস্যা নাই।
Sir
আমার ছোটো ভাই ,বয়স 18
ডান অন্ডোকোষএর একটু উপরে শক্ত গোল মাংস পিণ্ডের মত ,যেমন গলায় টনসিল হয় ওরকম, কিন্তু কোনো ব্যাথা করেনা,কিছু অন্যরকম লাগেনা ।
এটা কি সমস্যা ?
Please help me.আমি খুব ভয়ে আছি. আমার বয়স 18 years. অনেক দিন যাবত অণ্ডকোষ আমার আশে পাশে penis নিচে খুব চুলকানি হয় । আমি প্রায় চুলকাই । কিছু ছোট ছোট 2/3 আঁচিল জাতীয় কিছু হয়েেছ ।শীতএ চুলকানি বাড়ে । আমি খুব tension আছি.
এই ধরনের চুলকানী হওয়ার অন্যতম প্রধান কারণ হলো অপরিষ্কার-অপরিচ্ছন্নতা। আর শীতকালের শুষ্ক আবহাওয়ার জন্য এমন আরো বেশী হয়। গোসল করার সময় নিয়মিত পরিষ্কার করবেন। আর জামাকাপড়ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
আর যে কোনো ব্যাপার নিয়ে টেনশন করলে ঝামেলা আরো বাড়ে। তার চেয়ে একবার ডাক্তার দেখিয়ে নিশ্চিত হয়ে নেবেন।
আমার অন্ডকোষে আজ থেকে প্রায় ১০ বছর আগে চাপ লেগে দুটি বিচিই ছোটো হয়ে গেছ। কিন্তু কোনো ব্যাথা নাই। আমি এখন কি করব।
আমার ডান অন্ডকোষের উপরের দিকের সাথে ছোট একটা গোল শক্ত মাংসল অংশ আছে( অনেক দিন প্রায় ৪ বছর পূর্ব থেকে লক্ষ্য করেছি )। একটু একটু ব্যাথা পাই,তবে সব সময় না অনেক দিন পর প।তবে চাপ দিলে তল পেটের ডান পাশের নিচের দিকে ব্যাথা লাগে।
আমার বয়স ২০ বছর,উচ্চতা ৫-৭”,ওজন ৫৭কেজি।
আপনার সাহায্য কাম্য।
আঁচিল জাতীয় কিছু হওয়ার সম্ভাবনাই বেশী। তবুও একবার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।
পিন্ডটা কিন্তু অন্ডথলির বাইরে না ভিতরে।কোন ধরনের ডাঃ দেখাব? সার্জারি না *যৌ*ন* বিশেষজ্ঞ?
আগে একজন *যৌ*ন* বিশেষজ্ঞ বা রেগুলার ডাক্তার দেখিয়ে নিতে পরীক্ষা করে নিতে পারেন। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা।
আমার বাম অন্ডকোষের উপরের দিকের সাথে ছোট একটা গোল শক্ত মাংসল অংশ আছে। একটু একটু ব্যাথা পাই,তবে সব সময় না অনেক দিন পর পর।তবে চাপ দিলে তল পেটের ডান পাশের নিচের দিকে ব্যাথা লাগে।
আমার বয়স 23 বছর,উচ্চতা 5.10”,ওজন 62কেজি। আমি খুব চিন্তিত আছি ।
আপনার সাহায্য কাম্য
ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।
ভাই আমিও সেইম অবস্থায় পরছি, দয়া করে যদি একটু ফোন না. টা দিতেন
Amar bam ondokos maje maje byta hoi ,tobe kheladola korle beshe hoi,abar kom khelle noi.jemon football khelle problem hoi,cricket khelle noi.
ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয়। ব্যাথার কারণটা পরীক্ষা করে জানা দরকার।
Amar bam ondokoshe khub byta hoi jokon football khele,abar jokon cricket khele tokon noi.
Abar akon byta nai.
ব্যথা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন।
Roshon(garlic) ki sex health ba jowno shaster jonno upokari?
এটার সবচেয়ে বেশি উপকার হলো রক্তের জন্য। আর সেক্সের সময় লিঙ্গে রক্তসঞ্চালন বেড়ে যায়, সেই হিসাবে উপকার কিছুটা হলেও আছে। আসলে যে কোন স্বাস্থ্যকর খাবারই সেক্সের জন্য ভালো।
kon khabar jowno shaster jonno upokri?mane kon fol(fruits)?
যে কোন স্বাস্থ্যকর পুষ্টিকর খাবারই *যৌ*ন*তার জন্য ভালো।
আমাদের দেশে পাওয়া ফলের মধ্যে বেদানা, কলা, কমলা, আপেল- এগুলোতে বাড়তি কিছু উপকার পাবেন। বাইরে থাকলে ব্লু-বেরী, ফিগস, চেরী, এভোকাডো- এসব খেতে পারেন।
4 bosor age ondo kose betha pai…arpor praie hotat dan pase onkos fule jay…besi fulle betha lage…pore apna apni thik hoe jay…dan pase ondo koser upore hat dile fola onuvob kora jay…majhe modhe pete betha onuvob hoy…dan pase…kisukhon sue thakle thik hoe jay…..idaing mone hoy j sex power kome gese…ki korbo..tension a asi…kindly help koren..
age-23.height-5-11″..married…weight 57
শরীর দূর্বল থাকলে কোন কিছুই ভাল লাগবে না। তখন সেক্সের ব্যাপারেও আগ্রহ কমে যায়। সেই থেকে মনে হয় যে পাওয়ারও কমে গেছে। আপনার উচ্চতা অনুসারে শরীর খুবই খারাপ। আপাতত এসব না ভেবে ওজন বাড়ানোর দিকে নজর দিন। বেশি করে খান, আর ঘুমান। পারলে ব্যায়াম করেন।
ব্যাথার জন্য অবশ্যই একবার ডাক্তার দেখিয়ে নেবেন।
আমার বয়স ১৯ বছর,উচ্চতা ৫”৪’,ওজন ৫১ কেজি।আমার প্রায় ১বছর ধরে নাভীর নিচ থেকে ব্যথা শুরু করে অন্তথলি সহ পুরু জায়গাটা ব্যথা করে প্রচন্ড রকম।যখন ব্যথা শুরু হয় তখন আমার অন্তথলি এত ব্যথা করে যে আমি তা স্পর্শ পর্ষন্ত করতে পারিনা।ব্যথা শুরু হলে আমার নাভীর নিচ অংশটুকু ফুলে শক্ত হয়ে যায়।তারপর ঘন্টা খানেক পর আস্তে আস্তে ঠিক হয়ে যায়ঁ।দয়া সমাধান দিন
অনেকদিন ধরে ব্যথা, তাই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।
sir
ondokose bethar jonno ki specialist dekhate hoy? plz give ans.
চর্ম ও *যৌ*ন*রোগ বিশেষজ্ঞ দেখাতে পারলে ভালো হয়।
আমার বয়স ২৪, আমি প্রতিদিন ১বার কখোনো কখোনো ২বার হস্তমৈথুন করি।কিছুদিন আগে আমার গার্লফ্রেণ্ডের সাথে সেক্স করতে যাই।এটাইছিল আমার জীবনের প্রথম সেক্স।কিন্তু সেক্সএর সময় একপযায় হঠাৎ করে আমার লিঙ্গ নিচতেজ হয়ে পরে।অনেক চেস্টা করেও তা স্বাবাভিক করা যায় নি।এ সময় আমার বামপাশের অন্ডোকোষ কিছুটা ব্যাথা করছিল।এ সমস্যাটা ঠিক কি কারনে হতে পারে ?এবং এর সমাধান কি ?জানালে খুব উপকৃত হব।
আগের মন্তব্যে উত্তর দেয়া হয়েছিল।
একই মন্তব্য বার বার করার দরকার নাই।
Amar ondo kosay kono problem nai. But amr problem ta holo amar panis a. Jokn e amr panis daray tokn e ami amr pannis a batha fell kri. bisas koray pasbar rastay. ami kono batha o pai ni, ba ami basi hosto-moithun o kri na.Doya koray bolban ki amr ki kora uchit?
আসলে এই উত্তেজনা নিয়ে নিজেকে সংযত করা উচিত। চেষ্টা করা উচিত শুধু যখন সেক্সুয়াল একটিভিটি সম্পূর্ন করতে পারবেন (সেক্স বা হস্তমৈথুন), শুধু তখনই লিঙ্গ উত্থিত করতে। যখন তখন লিঙ্গ উত্তেজিত হলে এবং তখন বীর্যপাত না ঘটিয়ে লিঙ্গ আবার নিস্তেজ করে ফেললে এরকম ব্যথা হতে পারে। এছাড়া শরীর কড়া হয়ে গেলে, পানি কম পান করলেও এমন হতে পারে।
Amr Shopno Dus Hoy.
Week ey 8/10.
Doctor dekiychi.Tini bollen eta prblm nah.Kin2 Amr Soril er obosta ato karap.j Nije dakthyo karap lagy?
R Shopno dus nah holeo rater bela amni ty sexy ber hoye jae.plz somadan bolen….
যৌবনের প্রথম দিকে সবারই এমন হতে পারে। তাছাড়া সেক্স নিয়ে অত্যাধিক ভাবনাচিন্তা করলেও এটা বেশি হয়। আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেন যাতে শরীর ঠিক থাকে। মেয়েদের দেখলেই সেক্স নিয়ে ভাববেন না। দৃষ্টিভঙ্গি উন্নত করেন।
স্যার আমার বয়স ২১ । ২ বছর আগে সামান্য আঘাত জনিত কারনে ডান অন্ডকোষে ব্যথা লাগে। তাছাড়া সাইকেল চালালে খুব ব্যথা করে আর অন্ডকোষের সঙ্গে যুক্ত শিরার সংযোগস্হলটি ফুলে যায়।আর প্রধানত শিরাটিতেই বেশি ব্যথা। আর ডান অন্ড কোষটি কেমন যেন ঘুরে গেছে , আর ব্যথাটা হল এটির মাথার দিকে। প্রায় সবসময়ই ব্যথা অনুভব করি।আর এটি সবসময় ওপরের দিকে উঠে থাকে যখন বামটি নীচের দিকে ঝুলে থাকে। আপনি SUGGESION দিলে খুব উপকৃত হব।
আঘাতের পর কী ধরনের চিকিৎসা নিয়েছিলেন?
আপনার আবারও ডাক্তার দেখিয়ে ভাল করে পরীক্ষা করানো উচিত হবে।
স্যার আমি তো কোনো ডাক্তার দেখাই নি। আর স্যার আঘাত বলতে SEX করতে গিয়ে পার্টনার হাত দিয়ে অন্ডকোষ নাড়াচাড়া করছিল তখনই সামান্য ব্যথা লাগে তাই।
আপনি ডাক্তার দেখিয়ে পরীক্ষা করালে ভাল করবেন।
আমি যখনই আমার গ্রালফ্রেন্ডেকে চুমু খায় কিংবা ওর হাত ধরি তখনই আমার লিঙ্গ শক্ত ও বড় হতে শুরু করে।খুবেই অস্বস্তি বোধ হয়।কী করা উচিত?
সব সময় সেক্স নিয়ে চিন্তা করা যাবে না। নিজেকে কণ্ট্রোল করতে হবে।
স্যার, আমার মুসলমানি করা হয়েছিল 4 বছর আগে। তখন (আমার নিজস্ব ধারনা) হয়ত ব্যান্ডেজের কিছু অংশ গ্লান্স পেনিসের পরে যেখানে চামড়া ভাজ করা থাকে ওখানে থেকে গেছিল। সেখানে একটা মোটামুটি বেশ বড় টিউমার দেখতে পাচ্ছি। প্রায় 4 বছর ধরে এটি একই আকৃতির রয়েছে। ব্যাথ্যা করে না, চাপ দিলে শক্ত মনে হয়। এটার কি অপারেশন প্রয়োজন?? আপনার ই-মেইল আইডি দিলে ইমেজ পাঠাতে পারতাম।
স্যার, আমার পুরুষাঙ্গে প্রায় 5 বছর ধরে নিচের দিকে Fungal Infection রয়েছে। মাঝে মাঝে চুলকায়। অনেক আগে মলম লাগাতাম, কিন্তু কয়েকবছর এর চিকিৎসা করি নি। এখন Fungidal HC ব্যবহার করছি। আর কি কোন কিছুর প্রয়োজন আছে????
আপনার উচিত ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানোর।
Sir amar name khorshed age 24 goto 2 din dore amar 1ti andocoshe khub betha sei sathe 1ta andocosh pule gece tobe andocoshe bajjik kono agat lage nai amar sara sorire khub betha abong jhor.Doya kore kicu medicine ar name bolen ja ami khete pari
এরকম হলে ডাক্তার দেখানো উচিত।
Amar age 26(unmarried & virgin).Amar right side er ondokos prai 2+ year theke betha kore.Betha hotat suru hoi.age protidin korto but ekhon onek din din por por pain kore(pain like little bit but very irreteting).Ami surgen,Eruologiest k koyek bar dhekaise(jokhon bese pain korse)but kono kisu dhora pore nai sob report normal selo.Amar test er modhe silo Altrasonogram(2 times),blood test,urin test,kidny test,and surgen chekup.joto tuk parse test and check up koraise.Tara onek osud dese oigula khaise but ekono ekebare pain ses hoi nai.So,I am tired.please ekon ki korbo? and aro kisu janar thakle please ask korun i will reply.Thnaks
টাইটা প্যান্ট বা অন্য কোন কারণে চাপ লেগে ব্যথা হচ্ছে না তো?
মাঝে মাঝে হস্তমৈথুন করবেন।
স্যার, লিঙ্গের অগ্রভাগ গোড়ার চেয়ে মোটা হলে করনীয় কি? এতে কি *যৌ*ন*মিলনে কোন সমস্যা হয়? আমার বয়স ১৮। বয়স বাড়ার সাথে কি এই সমস্যা ঠিক হওয়ার কোন সম্ভাবনা আছে? শুনেছি এই সমস্যা নাকি বিবাহ পরবর্তী সময়ে অনেক জটিলতা সৃষ্টি করে। তাই খুব চিন্তায় আছি। আমার করনীয় কি তা জানালে উপকৃত হব।
কিছু করার নাই। খুব একটা সমস্যা হওয়ার কথা নয় যদি বেশিক্ষণ ধরে রেখে স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন।
প্রথমেই চিন্তা বাদ দিতে হবে। শরীর যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা নিতে হবে।
জনাব, গত এক বছর ধরে আমার অণ্ডকোষে ব্যাথা অনুভব করছি। বিশেষ করে প্রস্রাবের পর বা সঙ্গমের পর অণ্ডকোষে বেশি ব্যাথা অনুভুত হয়। সম্প্রতি আমার প্রস্রাবের রং কিছু হলুদ বর্ণ ধারণ করেছে। পরামর্শ পেলে বাধিত হবে।
ধন্যবাদ।
শরীর কড়া থেকে হলে খাওয়াদাওয়া আর ঘুম ঠিক রাখতে হবে। প্রচুর পানি পান করতে হবে। কিছুদিন পরেও যদি সমস্যা না যায় তাহলে ডাক্তার দেখাতে হবে।
আমার বয়স ২৪ বছর উচ্চতা ৫.৬ ফিট ওজন ৫৬ কেজি . এখন আমি কিভাবে ওজন বাড়াতে পারি। আমার আরেকটি প্রশ্ন হলো যে ৬-৭ মাস আগে আমার ডান অণ্ডকোষ এবং বাম গাল ফোলে গিয়াছিল এবং খুব ব্যাথা হয়ে ছিল এখন ব্যাথা কমেছে এবং ডান অণ্ডকোষ ছোট হয়ে গিয়েছে। ডাক্তারের পরামর্শে ঔষধ খেয়ে ছিলাম এখন ঔষধ খাইনা। এখন কি আমার কোন সমস্যা হবে হলে কি করতে হবে? I am unmarried. Please জানাবেন।
বেশি বেশি খেতে হবে, ঘুমাতে হবে আর হেভি ওয়েট জিম করতে হবে।
Sir, hastomouthun kora ki pap? Kivabe hastomouthuner ovvas dur kora jay plz taratari uttor diben.assalamualaikum
মেডিক্যালের দৃষ্টিতে পরিমিত হস্তমৈথুন স্বাস্থ্যের পক্ষে ভালো।
খুব বেশি করে ফেললে, সেটা এড়াতে সেক্স নিয়ে বেশি চিন্তা করা যাবে না। একা একা সময় কাটানো ঠিক নয়। ভালো কাজে নিয়োজিত থাকতে হবে।
Amar boyos 18+
amar akdikar onokosta aktu boro.
Maje maje batha hoi.
50kg weight. Hight 5’3″.
এইটা স্বাভাবিক ব্যাপার। তবে ব্যথা হলে ডাক্তার দেখাবেন।
স্যার আমার বয়স ১৭. উচ্চতা ৫.৫ ইঞ্চি ওজন ৬৮. গত সপ্তাহে আমার ডান অন্ডকোষ এ একটু ব্যাথা অনুভব করি। এবং বর্তমানে আমার অন্ড কোষ এর উপরে একটা ফোলা অংশ দেখছি। এবং ব্যাথা আছে। এর প্রতিকার জানতে পারলে বাধিত হব।
আমার অন্ডকোষে প্রায়ই ব্যাথা অনূভব করি, কখনো ডান পাশে, কখনো বাম পাশে আবার কখনো উভয়টাতেই ব্যাথা হয়। আর মাঝে মাঝে তলপেটের ডান পাশেও ব্যাথা হয়।আর মাঝে মাঝে পশ্রাবের পর পশ্রাব রাস্তায় ব্যাথা হয়।আর অল্প উত্তেজিত হলেই *যৌ*ন* রস বেরিয়ে যায়। এমতাবস্থায় আমি কি করতে পারি, পরামর্শ দিলে উপকৃত হবো।
অনেক সময় ঠাণ্ডা থেকে এমন ব্যথা হতে পারে। তবে পেটের ব্যথার জন্য খাদ্য বা না খেয়ে থাকার ভূমিকা থাকতে পারে। ব্যথা প্রায়ই হলে ডাক্তার দেখিয়ে নেয়া ভালো।
রস বেরিয়ে পড়াটা সমস্যা নয়। বীর্য খুব দ্রুত বের হলে সমস্যা হতে পারে।
আর আমার বির্য খুব পাতলা এবং পরিমানে অল্প। তার পরামর্শ ও দিবেন আশা করি।
ঘন ঘন বীর্যপাত হলে সাধারণত এমন হয়। মাঝে আরেকটু গ্যাপ দিয়ে দেখুন।
স্যার আমার একবার ভেরিকসিলের অপারেশন করেছি। এখন কয়েক বছর পর আবার দেখা দিয়েছে একই সমস্যা। কি করবো এখন? হোমিও চিকিৎসা কি আছে এই রোগের?
হোমিও চিকিৎসার ব্যাপারে আমাদের হাতে সুনির্দিষ্ট তথ্য কম। এটা কীভাবে কাজ করে বা আদৌ কাজ করে কিনা, সে ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই। আপনি আবার ডাক্তার দেখান।
please help me. আমার বয়স ২০। আমার *যৌ*ন*াঙ্গ শক্ত হলে/স্বপ্নদোষে বীর্যপাত হলে অন্ডকোষে প্রচন্ড ব্যাথা করে & কাছুক্ষন পরপুনরায় ঠিক হয়ে যায়। বিঃদ্রঃ আল্ট্রাসনোগ্রাম করেছিলাম কিন্তু কোন সমস্যা ধরা পরেনি। এম বি বি এস ডাক্টারের সহয়তা নিয়েছিলাম, দীর্ঘদিন ঔষধ খেয়েও কোন ফল পাইনি। তবে কিছু দিন সুস্থ্য ছিলাম।
অনেক সময় বীর্যপাতে বাধাপ্রাপ্ত হলে ব্যথা হতে পারে। অনেকটা স্বাভাবিক ব্যাপার। আর যখন তখন *যৌ*ন*াঙ্গ শক্ত/নরম করবেন না। এটা ক্ষতিকর। যখন খুব ইচ্ছে হবে তখন হস্তমৈথুন করে বীর্য বের করে দিতে পারেন।
please help me. আমার বয়স ২০। আমার *যৌ*ন*াঙ্গ শক্ত হলে/স্বপ্নদোষে বীর্যপাত হলে অন্ডকোষে প্রচন্ড ব্যাথা করে কিন্তু ফুলে যায় না, কোন চাকা দাগ দেখা যায়না & কাছুক্ষন পরপুনরায় ঠিক হয়ে যায়, কখনো হস্তমৌথুন করিনি। বিঃদ্রঃ আল্ট্রাসনোগ্রাম করেছিলাম কিন্তু কোন সমস্যা ধরা পরেনি। এম বি বি এস ডাক্টারের সহয়তা নিয়েছিলাম, দীর্ঘদিন ঔষধ খেয়েও কোন ফল পাইনি। তবে কিছু দিন সুস্থ্য ছিলাম।
আপনার আগের কমেন্টে উত্তর দেয়া হয়েছে।
Amer Bam Paser ondokosta aktu jula gassa
Ar Bam passer ondo koser vator r rog ta fula gassa darala hatdela bojha jai..
Prisab ay somosa hossa pisab korer por auto matik maja maja porosab ber hy
Previous month a amer fisculer oppression hysa please Help me
ঝুলে যাওয়া বা মাঝে মাঝে অটো প্রস্রাব–এগুলো খুব একটা বড় সমস্যা নয়। তবে অণ্ডকোষে ব্যথা বা চুলকানি হলে ডাক্তার দেখাবেন।
বাসে বাসায় আসার সময় আমার বাম পাশের অন্ডকোষে অনেক ব্যথা শুরু হয় এবং তলপেটেও ব্যথা হয়। বাসায় এসে দেখি যে অন্ডকোষ ফুলে গেসে। এখন আমার কি করা উচিত এবং কি ওষুধ খাওয়া উচিত?
খুব টাইট আন্ডারওয়ার এড়িয়ে চলবেন। খুব চাপাচাপিতে না যাতায়াত করে একটু খোলামেলা ভাবে বসবেন। আর পথে বার বার লিঙ্গ উত্থিত করা ভালো নয়। এর থেকেও ব্যথা হতে পারে।
please help me,আমার অণ্ডকোষ নিচের দিকে ঝুলে থাকে এবং এতে খুব অসস্থিা লাগে এবং বীর্য পাতলা হয়ে গেছে এবং কোন উত্তেজক কিছু দেখলে বীর্য বেরিয়ে যায়। এর সমাধান কি জানালে উপক্রিত হব। আশা করি সঠিক সমাধান দিবেন।
ঝুলে যাওয়াটা খুব বড় একটা সমস্যা নয়। বয়স বাড়ার সাথে সাথে একটু ঝুলতেই পারে। আর উত্তেজক কিছুর ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে হবে। পারলে কেজেল ব্যায়াম করেন। আর সেক্স বা হস্তমৈথুনের মাঝে অনেকটা সময় গ্যাপ দিলে বীর্য আবার ঘন ও বেশি হবে। এছাড়া স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
আমার ক্রিকেট খেলতে গিয়ে একবার বল লেগেছিলো,,আমি ব্যাথার বড়ি খেয়েছিলাম,,ভালো হয়েগেয়েছিলো,,কিন্তু দুটি অন্ডকোষ অসমান হয়ে যায়,,,এবং বা দিকে লেগেছিলো,,ফলে বা দিকে হাত দিলেই ব্যাথা হতো,,,এই দুই বছর কেটে গেল,,,মাঝে একবার খুব ব্যাথা উঠেছিল,,তারপর থেকে আমার ধোন উঠে না অত সহজে,,আর আগে যেমন কোনো ফিলিংস থাকতো,,এখন আর সেই ফিলিংস নেয়,,,usg করিয়া ছিলাম,,রিপোর্ট বলছে অন্ডকোষ এর কোনো সমস্যা নেই,,আর আমার এই দুই বছর ধরে গড়ে 5 বার স্বপ্নদোষ হতো,,সেক্স টা 90% কমে গেছে,,,আর নেই বললেই চলে,,,usg রিপোর্ট এ বলছে কিছু হয়নি।।।প্লিজ একটা উপায় দিন,,,আমার বয়স 23+।আমি অবিবাহিত,,প্লিজ হেল্প করুন,,এখন আমার কি করণীয়।।খুব ডিপ্রেসসন এ আছি।।।খুব ভয় লাগছে।।।একদম আমার মনে সেক্স এর ফিলিংস আসছে না,,আর আমার ধোন দাঁড়াচ্ছে না একদম।।খুব ছোট হয়ে আছে,,
প্রচুর পানি আর সবুজ শাকসবজি খেতে হবে। সেই সাথে পুষ্টিকর খাবার–ডিম দুধ মাছ মাংস দই– ২/৩ ঘন্টা পর পর অল্প অল্প করে খাবেন। ক্ষুধা না লাগলে খাওয়ার আগে একটা আমলকি খেতে পারেন। খাওয়ার পরে বুকজ্বালা করলে আদা খাবেন একটু। ভাজাপোড়া-অতিরিক্ত মসলাযুক্ত খাবার এড়িয়ে যাবেন। আর নিয়মিত ব্যায়াম/খেলাধূলা করতে হবে। রাত জাগা চলবে না। সব কিছু টাইম মতো করতে হবে। সেক্স নিয়ে ভাবনা কমিয়ে দিতে হবে। কিছুদিন এভাবে দেখেন উন্নতি হয় কি না।
আমার বাম পাশের অণ্ডকোষ থেকে ডান পাশের অণ্ডকোষ বড় এতে কি কুন সমেস্যা হতে পারে
ব্যথা, চুলকানি না থাকলে সমস্যার কিছু নেই।
প্লিজ হেল্প মি ভাই
.
আমার বাম পাশের অণ্ডকোষ খুবই ছোট আর থলি থেকে অনেক উপরে । এটা কখনো নিচে নামে না। এখন আমার কি করা উচিত?
ব্যথা-চুলকানি না হলে সমস্যার কিছু নেই। বাচ্চা নিতে সমস্যা হবে কিনা–যদি এই ভয় থাকে তাহলে ডাক্তার দেখিয়ে বীর্যে শুক্রানুর পরিমান কীরকম সেটা জেনে নিতে পারেন।
আমার বয়স ২৫ আমি অবিবাহিত ওজন ৬৮ কেজি আমার সমস্যা :আমার ডান দিকের অন্ডকোষ টা উপরের দিকে উঠে এসেছে এবং ভিতরের একটা শিরা অনেক ব্যাথা করে শিত পরিলে ও ব্যাড ড্রাম হলে হলে আমি অনেক ভয়ে আছি কি হয়েছে যদি বলতেন।
আপনার ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত যদি এমন প্রায়ই হয়।
অনুগ্রহ করে পরামর্শ দিলে উপকৃত হবো, গত সপ্তাহে অামার বাম অণ্ডকোষ ব্যথা অনুভূত হয়েছিলো ,হাঁটতেও সমস্যা হয়, পরে অাবার ঠিক হয়ে অাসে৷ ভাবলাম ঠিক হয়ে গেছে সমস্যাটি৷ কিন্তু তিনদিনপর অাবার হালকা ব্যথা অনুভূত হচ্ছে৷ এমতাবস্থায়, প্রচুর পানি পান করছি৷ মাঝে মধ্যে তলপেটেও হালকা ব্যথা অনুভূত হতো৷ এখন দেখছি দুই অণ্ডকোষেই হালকা ব্যথা অনুভূত হচ্ছে৷ অামার ঠাণ্ডার সমস্যা অাছে৷ ঠাণ্ডা থেকে কোন প্রকার ব্যথা হতে পারে কিনা জানালে উপকৃত হতাম৷ এছাড়া অন্যকোন সমস্যা নেই৷ প্রসাব ঠিকভাবে হচ্ছে৷ যেহেতু বিবাহিত৷ সেহেতু যৌনক্রিয়া সঠিকভাবে হচ্ছে ৷শুধুমাত্র ব্যথা অনুভূত হচ্ছে৷এক্ষেত্রে অামার করণীয় সম্পর্কে মতামত দিলে উপকৃত হতাম৷ ধন্যবাদ৷
ঠাণ্ডা থেকে ব্যথা হলেও হতে পারে। আবার অনেক সময় বার বার লিঙ্গ উত্থিত, কিন্তু বীর্যপাত না করেই শিথিল করা–এরকম বেশি বেশি করলেও লিঙ্গ এবং অণ্ডকোষে ব্যথা হতে পারে। ব্যথা যদি ঘনঘন হয় তাহলে একবার ডাক্তার দেখিয়ে চেকআপ করিয়ে নেয়াই ভালো হবে।
আমার লিঙ্গের আশেপাশে অনেক দিন আগে চামরায় ক্ষত হয়েছে। এখন কোমর থেকে লিঙ্গ এবং সমপূর্ন পায়ে এবং মলদোরের আসে পাশে প্রচুর ব্যথা করে। এখন কি ধারনের ডাক্তার দেখানো উচিত??
চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ দেখাতে পারেন।
অণ্ডকোষ ব্যথার পর আমার অণ্ডকোষ ছোট লাগছে তা ভালো না খারাপ?
অণ্ডকোষ আমার বড় ছিলো তবে এখন ছোট মনে হচ্ছে।
আমার অণ্ডকোষ এর ব্যথা ৫ থেকে ৬ দিন ছিলো তবে কখনো বেশি ব্যথা ছিলো কখনো বা কম।
তবে এখন ব্যথা নাই।
তবে ছোট লাগে অণ্ডকোষ।
এখন আমি কি করতে পারি?
প্লিজ বলবেন।
ব্যথা না হলে টেনশনের কিছু নাই। একটু ছোট-বড় ব্যাপার না।
Amar lingar goray……. hotat kore batha sure hoyeche….pry 4-5 din hobe…..ami ki korbo?
আগে কি এমন হয়েছিল যে লিঙ্গ অনেকক্ষণ উত্থিত অবস্থায় ছিল, বা অনেকদিন পরে হস্তমৈথুন করেছেন বা সেক্স করেছেন?
আমার বয়স ২৩ বছর.
আমি নতুন বিয়ে করছি।
আমি ৫দদিনের জন্য ছুটিতে গেছি.প্রথম দুই দিন আমাদের মিলন ভালোই হয় তারপরের দিন থেকে আমার বাম অন্ড়কোষে ব্যাথা অনুভুব করি.এবং হহাত দিয়ে বাম অন্ড়কোষেরর ভিতরে ছোট একটা দানা অনুভব করি এখন আমি কি করবো
প্রথম প্রথম মিলিত হলে পরে এরকম ব্যথা হতে পারে। দানাটার কারণে ব্যথা হলে ডাক্তার দেখাবেন।
আমি নতুন বিবাহ করছে,, আমি প্রস্রাব বা পায়খানা করার পর আমার অন্ডস্থলি বাম পাশে ব্যাথা করে ,তবে স্ত্রী সহবাস করার পর আবার সেই ব্যাথাটা থাকে না,আর আমি চাকরি করি তাই ওয়াইফ কে কোন সময় দিতে পারি না, কিন্তু আবার ব্যাথাটা করছে,,তাই আমি হস্তমৈথুন করলাম দেখলাম ,ব্যাথাটা আবার চলে গেছে,, এখন আমার করনীয় কি,আমার বয়স ২৭বছর
মিলন বা হস্তমৈথুনের সময় ছাড়া অন্য সময়ে যদি লিঙ্গ উত্থিত হয় এবং বীর্যপাত না হয়ে আবার নিস্তেজ হয়ে যায় তখন এ ধরনের ব্যথা হতে পারে। আপনার যদি এরকম কারণে ব্যথা হয়ে থাকে তাহলে চেষ্টা করবেন মিলনের সময় ছাড়া যাতে লিঙ্গ উত্থিত না হয়।
আমার অন্ডকোষ এর উপরে বিচি বিচির মত ছোটো ছোটো গোটা হবে হয়তো কিন্তু কোন ব্যথা নেই। এটাকি কোন সমস্যা ?বা ভবিষ্যতে কোন সমস্যা হবে জানাবেন প্লিজ। এগুলা কয়েক বছর ধরে।
আমার বয়স ১৮ বছর। আামার সমস্যা হচ্ছে অন্ডোকষ থলির বাম, দিকের কোষ টি অনেকটা ঝুলে পরেছে।। আর ব্যাথা করে। কি কারণে এটি হয়েছে।আর ভালো করার উপাই কি?
ব্যথা হলে ডাক্তার দেখাবেন।
আমি এক বছর আগে অন্ডকোষে ব্যথা পাইছি, ডাক্তার দেখিয়ে অসুদ খেলাম, ব্যথা সেসময় চলে গেছে, কিন্তু এখন আবার ব্যথা করতেছে, আমি কি করবো
Amar bam ondokos a khub mota akta rog ase ata ki savabik??r maje moddhe ondokos khub batah kore…
ব্যথা হলে ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয়।
আমার একটি অন্ডকোষের উপর হাত দিলে আলাদা একটা চাকা লাগে, একটু চাপ দিলে চাকাটা হালকা মিশে যায় মনে হয়, কিন্তু এমনি কোনো ব্যাথা হয় না। এটা কোনো সমস্যা কিনা। এমনিতে আমার বীর্য পরীক্ষা করা আছে, কোনো সমস্যা নেই।
আমি হস্তমৈথুন করিনা আমার বয়স ২০ বছর। কিন্তু মাঝে মাঝে আমার অন্ডকোষ ব্যাথা করে এতে করে কি আমার কোনো সমস্যা হতে পারে।
Amer ondokos bam paserta shamanno choto ar dan paserta aktu boro kono problem asee,,
Sir
আমার ছোটো ভাই বয়স 18
আমরা 2জন প্রায় সম বয়সী
ওর অন্ড থলির ভিতরে ডান অণ্ডকোষ এর পাশে গোল শক্ত মাংস পিন্ড এর মত , ব্যাথা নেই,কোনো রকম লাগেনা ,গলায় যেমন টনসিল হয় ঠিক ওরকম ।
কোনো সমস্যা আছে এতে আর থাকলে সমাধান কি ?
Amar bap pasher ondokosh ta betha kore hosthomoithun korle valo hoia jai akhon ki korbo plz