আসন্ন সাউথ এশিয়ান গেমসসহ বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বহুমুখী ক্রীড়াবিজ্ঞানকে (মাল্টিডিসিপ্লিনারি স্পোর্টস সায়েন্স) কাজে লাগানোর উদ্দেশ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস সায়েন্সের উদ্যোগে আগামী ডিসেম্বরে দুটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আগামী ২ থেকে ৬ ডিসেম্বর ‘টিম ফিজিশিয়ান’ কোর্স এবং ৭ থেকে ১৩ ডিসেম্বর ‘স্পোর্টস ফিজিওথেরাপি’ কোর্সে প্রশিক্ষণ দেবেন তুরস্ক ও কানাডার চারজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা, টার্কিস ফেডারেশন অব স্পোর্টস মেডিসিন, সিটি স্পোর্টস ফিজিওথেরাপি-কানাডা এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
চিকিত্সক, ফিজিওথেরাপিস্ট, কোচ, সাবেক খেলোয়াড়, অ্যাথলেট, ক্রীড়া প্রশিক্ষক, শরীরচর্চা শিক্ষক, মনোবিজ্ঞানী, পুষ্টিবিদসহ ক্রীড়াক্ষেত্রে আগ্রহী ব্যক্তিরা দুটো কোর্সেই অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সভাপতি স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ মোহাম্মদ জোবায়ের।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে। আসন সীমিত। দুই কপি ছবি, বায়োডাটাসহ আবেদন করতে হবে। বাছাই করা প্রশিক্ষণার্থীদের এক হাজার টাকা নিবন্ধন ফি দিতে হবে।
নিবন্ধনে আগ্রহীরা মহাসচিব, বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস সায়েন্স। জিপিও বক্স নম্বর ২৭৭৬, রমনা, ঢাকা অথবা ৩৪৬, এলিফ্যান্ট রোড (দোতলা) , ঢাকা ঠিকানায় আবেদন করা যাবে।
ই-মেইল: [email protected].
ফোন: ০১৭১১৫২৮২৭৯, ০১৭১৩২৪৫৯০৩, ০১৭১৫০২৯৩০৪, ০১৭১৫০৬২৪৮৪, ০১৭১১৬২০৮৯২।
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ২৮, ২০০৯
Leave a Reply