ক্যানসারের চিকিত্সায় রেডিওথেরাপির কথা কমবেশি আমরা সবাই জানি। প্রাযুক্তিক বিকাশের সঙ্গে সঙ্গে উন্নত বিশ্বে ক্যানসারের চিকিত্সায়ও নিত্যনতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। অল্প সময়ে সঠিকভাবে বিনা অস্ত্রোপচারে রেডিয়েশনের মাধ্যমে ক্যানসার সার্জারি করার আধুনিক পদ্ধতির নাম ‘রেডিওসার্জারি’। রেডিওসার্জারি ক্যানসার রোগীদের চিকিত্সার জন্য আশার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটার নিয়ন্ত্রিত রেডিওসার্জারির মাধ্যমে ক্যানসার চিকিত্সার এই আবিষ্কারের কৃতিত্ব ব্রেইন ল্যাব নামক জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থার। ব্রেইন ল্যাবের নোভালিস টিএক্স রেডিওসার্জারি প্লাটফর্ম বিশ্বব্যাপী ক্যানসারের চিকিত্সায় এক যুগান্তকারী উদ্ভাবন ঘটিয়েছে। কোনো সুস্থ টিস্যুর ক্ষতি না করেই শুধু ক্যানসার-কোষে রেডিয়েশন দেওয়ার মতো নিখুঁত কার্যকরতা দেখিয়েছে এই নোভালিস টিএক্স।
সাধারণ রেডিওথেরাপিতে শরীরের ক্যানসারের কোষকলা ছাড়াও আশপাশের সুস্থ কোষকলাগুলোও রেডিয়েশনের ফলে ক্ষতিগ্রস্ত হয়। ফলে অনেক দিন ধরেই চেষ্টা ছিল কীভাবে এই সমস্যা দূর করা যায়। নোভালিস টিএক্স সেই সমাধান নিয়ে হাজির হয়েছে। কাটাছেঁড়া ছাড়া অস্ত্রোপচার আর সুস্থ টিস্যুর ক্ষতি ছাড়া রেডিয়েশন দেওয়ার মাধ্যমে রেডিওসার্জারি করা হয় বলে এ চিকিত্সার কার্যকরতা বেশি।
নোভালিস টিএক্স রেডিওসার্জারির সুবিধা
২.৫ মিমি এইচডি ১২০ উচ্চক্ষমতার বহুমুখী কলিমেটর দিয়ে উচ্চশক্তির রেডিয়েশন দেওয়া হয় টিউমারজুড়ে। (আশপাশের কোষকলার কোনো ক্ষতি হয় না)
স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও দেহ সঞ্চালন বজায় থাকে।
কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
আউটডোরে ১৫-২০ মিনিট সময় লাগে। কিন্তু সাধারণ রেডিওথেরাপিতে সেখানে কয়েক ঘণ্টা লাগে।
সাধারণত এক দিনেই চিকিত্সা দেওয়া সম্ভব।
বিস্তৃত চিকিত্সা-কৌশল থাকায় সিঙ্গেল স্টেজ, হাইপো ও হাইপার ফ্রাকশনের মাধ্যমে, বৃত্তাকার বিম, ডায়নামিক আর্ক, আইএমআরটি ইত্যাদির মাধ্যমে প্রত্যেক রোগীর নিজস্ব প্রয়োজন অনুযায়ী চিকিত্সা দেওয়া সম্ভব।
সাধারণ বিচারে চিকিত্সা সম্ভব নয় এমন টিউমারের ক্ষেত্রেও ১০০০ এমইউ প্রতি মিনিটে রেডিয়েশন দেওয়া সম্ভব।
গোটা শরীরের ক্যানসার কিংবা নন-ক্যানসার টিউমারের চিকিত্সায় ব্যবহার করা যায়।
ব্রেইন টিউমার, ফুসফুসের ক্যানসার, প্রোস্টেট ক্যানসার, ছড়িয়ে পড়া ক্যানসারসহ সব ধরনের ক্যানসারের চিকিত্সায় ভালো ফলদায়ক।
ম্যাক্স ক্যানসার কেয়ারে নোভালিস রেডিওসার্জারি
বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে নোভালিস রেডিওসার্জারি। উন্নত বিশ্বে এই চিকিত্সাসুবিধা ছড়িয়ে পড়লেও এশিয়ার মাত্র দুটি দেশে এটি চালু হয়েছে।
সুখের বিষয়, সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এই চিকিত্সাসুবিধা চালু হয়েছে। এই যন্ত্রটির দাম অনেক বেশি বলে শুধু দিল্লি ও মুম্বাই শহরেই এটি চালু হয়েছে।
সম্প্রতি দিল্লির বিখ্যাত ম্যাক্স হেলথ কেয়ার তাদের নতুন ক্যানসার ইউনিট ম্যাক্স ক্যানসার কেয়ারে নেভোলিস টিক্স সেবা চালু করেছে। কম সময়ে বেশি ফল পাওয়ার সুবিধা থাকায় চিকিত্সার খরচও কম। দিল্লির ম্যাক্স হাসপাতালে বাংলাদেশি রোগীদের চিকিত্সার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ম্যাক্স হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ।
রেডিয়েশন অনকোলজির প্রধান এ কে আনন্দ, অনকোসার্জারির হরিত্ চতুর্বেদী এবং মেডিকেল অনকোলজির প্রধান ও টাটা ক্যানসার হাসপাতালের সাবেক পরামর্শক ভাবনা সিরোহি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডা. ভাবনা বাংলাদেশি রোগীদের কাছে পরিচিত টাটা মেমোরিয়ালের ডাক্তার হিসেবে। সম্প্রতি তিনি যোগ দিয়েছেন ম্যাক্সে। বাংলাদেশি রোগীদের স্বজনদের থাকার জন্য ম্যাক্স হাসপাতাল বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে এর কর্তৃপক্ষ।
ইকবাল কবীর
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
দিল্লী (ভারত) থেকে ফিরে
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৪, ২০০৯
Leave a Reply