স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির বলেছেন, সরকার আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে বিনামূল্যে কলেরা ভ্যাকসিন সরবরাহ করবে। সরকার শিশুসহ সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। গতকাল শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি ফর পেডিয়াট্রিক ইনফেকশাস ডিজিজ-এর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে তিনি বলেন, মহাজোট সরকারের অন্যতম ওয়াদা ছিল সবাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। তবে শিশুদের বাদ দিয়ে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব নয়। তিনি শিশুদের রোগ প্রতিরোধে প্রতিষেধক টিকা দেয়ার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক এমআর খান, অধ্যাপক ডা. এমএস আকবার, সংগঠনের মহাসচিব অধ্যাপক সমীর কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠানে দেশ-বিদেশের শিশু বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা বলেন, প্রতিষেধক টিকার অভাবে প্রতি বছর ১০ মিলিয়ন শিশু মারা যায় যার মধ্যে শতকরা ৯০ ভাগ দক্ষিণ এশিয়ায়। নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা আবিষ্কারে দেশের বিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞসহ সরকারের প্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে বলেও বক্তারা জানান।
সূত্র: দৈনিক ইত্তেফাক, অক্টোবর ১০, ২০০৯
Leave a Reply