রাজধানীতে মশার প্রকোপ বেড়ে গেছে। সঙ্গে দেখা দিয়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এক সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। তবে সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ভয় বা আতঙ্কের কিছু নেই। তাঁরা তীব্র জ্বর অনুভূত হলে দ্রুত চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৪ জন ডেঙ্গুর রোগী ভর্তি ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সপ্তাহ দুই আগে থেকে এক-দুজন করে রোগী চিকিত্সা নিচ্ছে। তবে ঈদের ঠিক আগে থেকে রোগীর সংখ্যা বাড়ছে।
বেসরকারি শমরিতা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দু-একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়মিত চিকিত্সা নিচ্ছে তাদের হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রথম আলোকে বলেছেন, হঠাত্ করেই রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে আক্রান্ত ব্যক্তির কোনো পরিসংখ্যান তাঁদের হাতে নেই।
সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এখন সহজে ডেঙ্গু শনাক্ত করা যায় এবং স্বাস্থ্যকর্মীরা এই রোগের ব্যবস্থাপনা জানেন। শাহ মনির হোসেন বলেন, ‘সরকারি-বেসরকারি হাসপাতালে প্রশিক্ষণ পাওয়া চিকিত্সক আছে। তাঁরা সঠিক চিকিত্সা দিচ্ছেন বলে আমরা মনে করি।’
ডেঙ্গুর সংক্রমণ ঘটে এডিস মশার মাধ্যমে। ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ালে এবং সেই মশা পরে অন্য ব্যক্তিকে কামড়ালে ডেঙ্গুর সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। স্বাস্থ্যকর্মীরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধের একমাত্র উপায় মশার মাধ্যমে সংক্রমণ প্রতিহত করার উদ্যোগ নেওয়া।
কয়েক দিনের বৃষ্টির পর ঢাকা শহরে মশার উপদ্রব বেড়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার এটাও একটি কারণ।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৫, ২০০৯
Leave a Reply