সোয়াইন ফ্লুর বিস্তার ঠেকাতে চিকিৎসাব্যবস্থার পাশাপাশি এক অভিনব উদ্যোগ নিয়েছে হল্যান্ড। জনগণকে সচেতন করতে তৈরি করা হয়েছে একটি বিশেষ ভিডিও গেমস। রটারডাম শহরের ইরাসমাস মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞদের নির্দেশনা অনুযায়ী এটি তৈরি হয়েছে। মেডিকেল সেন্টারটির রোগতত্ত্ব বিভাগের প্রধান অ্যালবার্ট অস্টারহস জানান, ‘দ্য গ্রেট ফ্লু’ নামের এ গেমসটি ইন্টারনেটেও খেলা যাবে। খেলার সময় জানা যাবে সোয়াইন ফ্লুর ইতিহাস, কীভাবে এটি ছড়ায় এবং এটি প্রতিরোধের উপায়। খেলতে খেলতে যত সময় পার হবে গেমসে ফ্লুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। অন্যদিকে গেমারের হাতে ওষুধ, নগদ অর্থসহ কিছু ক্ষমতা দেওয়া থাকবে। সোয়াইন ফ্লু মহামারি থেকে ভারচুয়াল জগতের মানবজাতিকে রক্ষার উপায় গেমারকে খুঁজে বের করতে হবে। অ্যালবার্ট অস্টারহস বলেন, ‘গেমসটি অবশ্যই চিকিৎসকের বিকল্প নয়। সোয়াইন ফ্লুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই এটি তৈরির উদ্দেশ্য।’
— বিবিসি হেলথ অনলাইন অবলম্বনে কাজী ফাহিম আহমেদ
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৯, ২০০৯
Leave a Reply