সমস্যাঃ আমার বয়স ২২। দুই বছর আগে আমার একটি দাঁত ছিদ্র হয় এবং ক্রমেই ছিদ্রটি বড় হতে থাকে। খাবার খেলে প্রচণ্ড ব্যথা করত।
পরে চিকিৎসকের কাছে গিয়ে ফিলিং করিয়ে নিই। এখন অন্য পাশের আরেকটি দাঁত একইভাবে আক্রান্ত হয়ে অর্ধেক ভেঙে গেছে আর বাকিটুকু কালো হয়ে আছে। মাঝেমধ্যে মাঢ়ি ফুলে ব্যথা করে এবং পুঁজ বের হয়। ফলে খাবার খেতে খুব সমস্যা হচ্ছে। এ অবস্থায় আমাকে সঠিক পরামর্শ দেওয়া হলে
উপকৃত হব।
মো· ফিরোজ আহমেদ
বিজয়নগর, ঢাকা।
পরামর্শঃ আপনার দাঁতের গোড়ায় ক্ষয়রোগ (ডেন্টাল ক্যারিজ) হয়েছে। দীর্ঘদিন ধরে এ ক্ষয়রোগ থাকায় তা আস্তে আস্তে দাঁত ও মাঢ়িতে অবস্থিত নরম কোষ, মজ্জা, স্মায়ু প্রভৃতিও আক্রান্ত হয়েছে। আর এ কারণে মাঢ়ি ফুলে ব্যথা হচ্ছে ও পুঁজ বের হচ্ছে।
যা হোক, আপনার দাঁতের এ অবস্থায় শুধু ফিলিং করে কোনো কাজ হবে না।
এখন রুট ক্যানেল চিকিৎসাই হচ্ছে একমাত্র করণীয়। আপনি দেরি না করে বিশেষজ্ঞ দন্তচিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন।
পরামর্শ দিয়েছেন
সুলতানা গুলনাহার
সহযোগী অধ্যাপক
বিভাগীয় প্রধান, দন্ত সংযোজন বিভাগ, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল
সূত্রঃ দৈনিক প্রথম আলো, আগস্ট ১৯, ২০০৯
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বয়স ২৫ বছর। আমি একজন স্টুডেন্ট।আমার দাঁত নিয়ে খুবই সমস্যায় আছি।নিয়মিত ব্রাশ করার পরও আমার দাঁতগুলো ক্ষয় হচ্ছে। সামনের দাতের দাঁতগুলোতে কোনো সমস্যা নেই। দুইদিকের মাঁড়ির দাঁতেই সমস্যা। যদিও লজ্জর কথা , আমার মাঁড়ির একসাইড দিয়ে কিছুই খেতে পারি না।কারন,অলরেডি ওই সাইডের দুইটা দাঁত পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং অন্যপাশেরও একটা পুরো নষ্ট এবং বর্তমানে আরেকটা দাঁতেই গর্ত হয়ে গেছে।আমার জন্য কি কোনো চিকিৎসা আছে বা আমি কি আমার দাঁতগুলো প্রতিস্থাপন করাতে পারবো ? যদি করানো যায়, তাহলে প্রতিস্থাপিত দাঁত কি আগের মত দেখাবে? আশা করি, সুপরামর্শ দিয়ে বাধিত করবেন।ধন্যবাদ।
লজ্জার কিছু নেই। ডাক্তার দেখিয়ে ফিলিং করিয়ে নিতে পারেন। আর নতুন করে প্রতিস্থাপন করতে চাইলে অবশ্যই করতে পারবেন। আর সত্যি বলতে নকল দাঁত আগের চেয়ে ভালোও দেখাতে পারে।