আপনি যদি সুতির আন্ডারওয়্যারের বদলে পলেস্টারের অর্থাৎ সিনথেটিক কোন আন্ডারওয়্যার পরেন, তাহলে আপনার পুরুত্বহীনতা ঘটতে পারে। এমনকি সুতি ও পলেস্টারের মিশ্রণের আন্ডারওয়্যারও কিছুটা পুরুত্বহীনতা ঘটায়। এ তথ্যাটি জানাচ্ছেন মিশরের গবেষকরা। তাঁদের মতে, পুরুষত্বহীনতার ওপর একমাত্র ১০০ শতাংশ সুতি আন্ডারওয়্যারের কোন প্রভাব নেই। এছাড়া অনেক পুরুষ আছেন কি শীত কি গ্রীষ্ম সব ঋতুতেই গরম পানিতে গোসল করতে ভালবাসেন। কিন্তু দুঃসংবাদ তাঁদের জন্য। সিনথেটিক আন্ডারওয়্যার এবং গরম পানি দিয়ে গোসল করার সময় শুক্রথলির ওপর অতিরিক্ত গরমের প্রভাবে শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর সচলতা কমে যায়। এর ফলে সন্তান উৎপাদনের ক্ষমতাও কমে যায়। সুতরাং পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে মাঝে মধ্যে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে তেমন ঝুঁকি নেই।
ডা. কাজী মাহবুবা আক্তার
সূত্রঃ দৈনিক ইত্তেফাক, আগস্ট , ২০০৯
Leave a Reply