স্বাস্থজ্জ্বল সুন্দর চুল আমরা সবাই চাই। নানা রকম দুষন, মানসিকচাপ, অনিয়মিত খাদ্যগ্রহণ এবং অনিয়ন্দ্রিত জীবন যাপন, নানারকম অসুখ কিংবা ব্যক্তিগত কারনে বর্তমানে অনেক অনাবয়সীরই চুল ঝরে যাচ্ছে। চুল ঝরে যাচ্ছে কিংবা টাক সমস্যা নিয়ে যারা ব্যথা বলেন তারা নিচের সমস্যাগুলোর ব্যথা সাধারণত বলে থাকেন।
০ চুলের গোড়ায় ময়লা জমে।
০ ১ দিন চুল শ্যাম্পু না করলে তেল তেল ভাব হয়।
০ মাথা চুলকায়।
০ চুলের গোড়ায় ছোট ছোট গোটা এবং ব্যথা হয়।
০ সাদা আদা খুশকির গুড়া দেখা যায়।
০ চুলের আগা দ্বিখন্তিত হয়ে যায়।
০ চুলে রুস্ন ভাব থাকে।
০ চুল লালচে হয়ে যাচ্ছে।
০ চুলের গোড়ায় ব্যথা হয়।
এধরনের সমস্যার কারণগুলো হচ্ছে-
০ চুল ঠিকমত পরিস্কার না রাখা।
০ ছত্রাকের আক্রমন টিনিয়া কেপিটিস
০ অগমিনেট ফলিকুলাইটিস
০ খুশকির আক্রমন
০ ডিটামিনের অভাব
০ রক্ত স্বল্পতা
০ চুলের সঠিক যত্ন না হওয়া
০ নানা রকম কেমিকেলের ব্যবহার
০ হরমোনের তারতম্য
০ সেবোরিক ডার্ম টাইটিস
০ এন্ড্রোজেনিক এলোপিমিয়া বা বংশগত
চুলের সঠিক যত্ন ও পুষ্টির অভাবে চুল পড়ে যায়। খুব সাধারণ নিয়মে চুলের কিছু যত্ন করলে চুল ভালো থাকে। ১ দিন অন্তর চুল পরিস্কার করা প্রয়োজন। ভেজা চুল আচড়ানো ঠিক নয়। অতিরিক্ত আচড়ানোও ঠিক নয়। খাদ্যভাস এখানে একটি বড় ব্যাপার ফল, শাক সবজি, ডিম, দুধ নিয়মিত খাওয়া প্রয়োজন।
চুল প্রোটিন দিয়ে তৈরী। তাই খাদ্যতালিকায় প্রোটিন রাখা প্রয়োজন। ওজন কমানোর জন্য ডায়েটিং করার সময়ও এ ব্যাপারে লক্ষ্য রাখা প্রয়োজন। প্রয়োজনীয় ক্যালমিয়াম, আয়রন ও অন্যান্য ভিটামিন খাওয়া হচ্ছে কিনা লক্ষ্য রাখুন। কিছু ঔষুধ দীর্ঘদিন সেবনের ফলেও চুল ঝরতে পারে। যেমন গাউট কিংবা আর্থারাইটিসের ঔষধ মানসিক অবসাদের ঔষধ, এছাড়া ক্যান্সার কেমোসেরাপি। ঝরে পড়া স্বাভাবিক। কিন্তু এর থেকে বেশি মনে হলে সর্তক হন। বর্তমানে চুল পড়ার আধুনিক চিকিৎসা আছে। কম বয়সে চুল পড়লে অবশ্যই চিকিৎসা প্রয়োজন কারনে এতে চুল ঝরা অন্তত বন্ধ হবে। মনে রাখতে হবে চুল ঝরা বন্ধ হলে আপনার মাথায় ঠাক পড়বে না। আর নতুন চুল গজানোর জন্যও একটু ঔষধ ব্যবহার করা হচ্ছে। কিনাষ্টেররেও নামের উষধ ব্যবহার করে ভালো ফল পাওয়া যাচ্ছে। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হয়। চুল ঝড়তে শুরু করলে অবহেলা না করে সঠিক চিকিৎসা যত্ন নিন।
ডা. ওয়ানাইজা
চেম্বার : জেনারেল মেডিক্যাল হাসপাতাল (প্রা.) লি. ১০৩, এলিফ্যান্ট রোড (তৃতীয় তলা), বাটা সিগন্যালের পশ্চিম দিকে, ঢাকা। মোবাইল : ০১৯১১৫৬৬৮৪২।
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০৮, ২০০৯
AMAR CHUL PORSE TO AMI GOROA TIPS CHAI
চুল ছোট করে কাটুন। মাথায় একদম গরম পানি লাগাবেন না। ধূলোবালি এড়িয়ে চলবেন। নিয়মিত পরিষ্কার করবেন।
age 30.amar 20 bosor theke chul porse.amar babar chul nai.ousud bebor korle ki chul gojabe.
মনে হচ্ছে আপনার ব্যাপারটা বংশগত। এখন দেশে কৃত্রিম ভাবে চুল লাগানোর ব্যবস্থা আছে।
amar bongsogoto but kinastorero ousud bebohar kore ki chul gojabe?
ei web site ansere uttor kara dia thaken.pls janaben.
অনেকেই আছে, তবে কেউই পরিচয় প্রকাশ করতে চান না। আমাদের কন্টেন্ট নিয়ে কোন সমস্যা থাকলে সেটা বলতে পারেন।
বংশগত হলে চুল না গজানোর সম্ভাবনা বেশি। তবে এখন চুল ট্রান্সপ্লান্ট করার সুযোগ আছে। ডাক্তারের সাথে এ নিয়ে কথা বলে দেখতে পারেন।
age30.amar 20 age theke aste aste chul pore jasse.amar bongsogoto ase.jemon amar babar hair nai.abar soto vaier porse na.amar amar chul 50% nai.tobe ki kinarstero usud bebohar kore amar chul gojabe?
আপনার আগের মন্তব্যের নিচে উত্তর দেয়া হয়েছে।
bazare hair buliding fibar paoa jay.ata dia ki chul gojay?
চুল ঝরে গেলে নতুন করে সাধারণত গজায় না। এক্ষেত্রে চুল ট্রান্সপ্লান্ট করতে হয়।
age 30. 20 age theke hair loss hosse.bongsogoto ase.amar 60% loss.ekhun besi pore na.chul gojano dekha jay kintu mota soktishali hoyna.ekhun ki korbo.
চুল ট্রান্সপ্লান্ট করে নিতে পারেন।
hair trasplant ki?ata kotha kore?and khoros koto?
কৃত্রিম ভাবে মাথায় চুল লাগিয়ে দেয়ার ব্যবস্থা, যা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে।
ঢাকাসব বড় বড় শহরে এ ব্যবস্থা আছে। খরচের ব্যাপারতা আপেক্ষিক। আপনি কোন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করলে সঠিক তথ্য পেতে পারবেন।
আমার বয়স ২০.আমার মুখে দাড়ি উটচে না।আম্র সাতের শবার দাড়ি উটচে।আমর বড় ভাই এর ও কিন্ত আমর কনও হচে না।আমার মুচ হয়।তাই মাযে মাজে সেইব অ করি।দাড়ি নাই বলে অনেকে লজ্জা দেই।আকন আমি কি করতে পারি দয়া করে বলবেন কি
এতে লজ্জা পাওয়ার কিছু নাই। মানুষ হিসাবে ভালো হলে দাঁড়ি মোচ দিয়ে কিছু মীন করে না। এটা পুরাই জন্মগত এবং হরমোনের ব্যাপার। তবে আপনার বয়স কম। পরের দিক হলেও হতে পারে। এসব নিয়ে হীনমন্যতায় ভুগবেন না।
ছোটবেলা থেকে আমার মাথার বাম দিকে টাক আছে। সেখানে নতুন চুল গজানোর সম্ভাবনা আছে কি?