উপমহাদেশের বিশিষ্ট কলোরেকটাল সার্জন অধ্যাপক ডাঃ একেএম ফজলুল হক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, কলোরেকটাল সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সম্প্রতি নেপালের সর্বোচ্চ চিকিৎসা শিক্ষাপিঠ ত্রিভুবন ইউনিভার্সিটি হাসপাতালে লংগো অপারেশনের উপর ঐদেশের বিশেষজ্ঞ সার্জনদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নেপাল সরকারের রাষ্ট্রীয় অতিথি হিসাবে আমন্ত্রিত হন। ১৭ জুলাই ২০০৯ এ অনুষ্ঠিত উক্ত কর্মশালায় অধ্যাপক হকই একমাত্র বক্তা এবং প্রশিক্ষক ছিলেন। তিলি লংগো অপারেশন অর্থাৎ মলদ্বারে কাঁটা ছেড়া না করে অত্যাধুনিক পিপিএইচ স্ট্যাপলিং মেশিনের সাহায্যে কি করে পাইলস (অর্শ) অপারেশন করা হয় তার কলাকৌশল প্রদর্শন করেন। তিন জন নেপালী রোগীকে তিনি সফলভাবে লংগো অপারেশন করেন যা উপস্থিত সিনিয়র সার্জনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। অধ্যাপক হক তার বৈজ্ঞানিক প্রবন্ধে বাংলাদেশে এ জাতীয় ১৪০০ অপারেশনের চুলচেরা বিশ্লেষণ উপস্থাপন করেন। উল্লেখ্য, অধ্যাপক হক ১৬ জুন ২০০৩ বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের ইতিহাসে প্রথম লংগো অপারেশন করেন। তিনি বাংলাদেশ এবং উপমহাদেশের প্রথম কলোরেকটাল সার্জন, যার নিকট থেকে বিগত ২০০৮ সালে মে মাসে সার্কের বিভিন্ন দেশ যেমন শ্রীলংকা, নেপাল, ভারত, মালদ্বীপ এর সার্জনগণ প্রশিক্ষণ নিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ০৮, ২০০৯
Leave a Reply