যত শীঘ্র সম্ভব ভারতীয পুরুষদের খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্ক হওয়া ছাড়াও নিয়মিত ব্যায়ামচর্চা করতে হবে, কেননা 2025 সালের মধ্যে সমগ্র বিশ্বে ভারতে সবচেয়ে বেশি নপুংশক ব্যক্তি হবে৷
এই সতর্কবার্তাটা শুনতে খুব খারাপ মনে হলেও এটাই সঠিক তথ্য৷ সম্প্রতি সুইডেনে সম্পন্ন হয়েছে দশম ওয়ার্ল্ড কংগ্রেস ফর শারীরিক মিলনুয়াল হেলথ৷ সেখানে জানানো হয়েছে সমগ্র বিশ্বে নপুংশকতার রোগের শিকার বেশিরভাগ মানুষ এশিয়া, আফ্রিকা ও উত্তর আমেরিকায় হবে৷
গত 21-25শে জুন পর্যন্ত আয়োজিত এই সন্মেলনে বিভিন্ন দেশের প্রায় 100 জন বিশেষজ্ঞ ডাক্তার অংশ নিয়েছিলেন৷ ভারতীয় পুরুষরা যদি খাওয়া দাওয়া ও ব্যায়ামের প্রতি সতর্ক না হন, তাহলে হৃদরোগ ও মধুমেহ ছাড়াও নপুংশকতার আশংকা বেড়ে যায়৷ এমনকি কোন ব্যক্তির 40 বছর হলে ও তার কোমর 36 ইঞ্চি পার করলে সাবধান থাকাটা খুব প্রয়োজনীয়৷
নপুংশকতার প্রধান কারণ হল অনিয়মিত দিনযাপন, মোটা, নিয়মিত ব্যায়াম না করা, উত্তেজনা, হাইপার টেনশন, অত্যধিক মদ্যপান অথবা সিগারেট খাওয়া৷ এমনকি গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষতিকারক প্রভাব প্রজনন ক্ষমতার উপর পড়েছে ও এখানে উল্লেখজনকভাবে নিম্নতা দেখা গেছে৷
সূত্রঃ ওয়েবদুনিয়া.কম
শুক্রবার, 31 জুলাই 2009
Leave a Reply