প্রশ্ন : আমার একটি ২ বছরের কন্যা সন্তান আছে। জন্মের অনুমানিক ২/৩ মাস পর পরই তার শরীরে এক রকমের চুলকানি রোগ দেখা যায়। কিন্তু শরীরে কোন গোটাগাটি দেখা যায় না। সারাক্ষণ নখ দিয়ে চুলকাতে থাকে এবং আমাদেরকেও চুলকায়ে দিতে হয়। বেশ কয়েকজন ডাক্তার দেখিয়েছি কিন্তু ভাল হচ্ছে না। এই অবস্থায় আমার কি করা উচিত দয়া করে জানাবেন।
জাকিয়া সুলতানা
বেতমোড়, পাথরঘাটা
বরগুনা
উত্তর : জন্মের ২/৩ মাস পর থেকে দেখা দিয়ে থাকলে সম্ভবত এটোপিক ডার্মাটাইটিস হয়ে থাকতে পারে। তবে এ ক্ষেত্রে শিশুরি পরিবারে অর্থাৎ আপনার বা আপনার স্ত্রীর শরীরে কোনরকম এলার্জি জনিত রোগ যেমন- চুলকানি, হাঁপানি বা নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া ইত্যাদি উপসর্গ বিদ্যমান আছে যা ছিল কিনা জানা খুবই জরুরি ছিল। যদিও আপনি এ বিষয়টির উল্লেখ করেননি। তাই কিছুটা হলেও সত্য যে এ ব্যাপারে বলা খুবই কঠিন। আপনি হয় আরো একটু বিস্তারিতভাবে লিখুন নয়ত একজন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখান।
পরামর্শ দিয়েছেন-
ডা. দিদারুল আহসান
চর্ম ও একান্ত গোপন রোগ বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, মোবাইল : ০১৮১৯২১৮৩৭৮
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯
hasnat
amar 20 years . amar height 5.6′ .ami amar height kibaba barata pari?
mrsylhet
আমার পেনিস এর নিচের অংশ(থলিতে) অনেকগুলো গোটা রয়েছে যাকে ডাক্তারি ভাষায় সিস্ট বলে। এগুলো আমার পেনিস এর কোনো খতির কারণ হয়ে দাড়াঁবে কিনা জানতে চাই? এর কি কোনো চিকিৎসা আছে কিনা, থাকলে জানাবেন?
আমার পেনিসের পুরোঅংশ (থলিসহ) অনেক বেশি চুলকায় যা আমাকে মাঝেমধ্যে অস্বতিকর অঅবস্থায় ফেলে দেয়। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বা চিকিৎসা কি হতে পারে জানালে উপকৃত হব।
নাম প্রকাশে অনিচ্ছুক থাকায় দুখিঃত।
Bangla Health
সিস্টের অনেক প্রকারভেদ আছে। ডাক্তার দেখিয়ে সঠিকটা জানুন এবং চিকিৎসা নিন।
গরমে ঘেমে চুলকাতে পারে। ঠাণ্ডা পানি দিয়ে গোসল বা ধুয়ে ফেলবেন। তারপর পাউডার মাখাতে পারেন। রাতে ঘুমানোর আগে আবার একবার সারা গা ধুয়ে নিতে পারেন। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আর হালকা সুতীর আন্ডারওয়ার ব্যবহার করবেন। দেখবেন খুব টাইট যেন না হয়।
shahdat
আমার শরীরের জায়গায় ছলম বা ছৌদ দেখা দিয়েছে। যা প্রচন্ড চুলকায়। এ থেকে কিবাবে মুক্তি পেতে পারি।
Bangla Health
গরমের জন্য হতে পারে। আবার খাবারের প্রতিক্রিয়াও হতে পারে।
খুব ঠাণ্ডা পানিতে গোসল করবেন। সুতির ঢিলেঢালা কাপড় পড়বেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। রোদে যাবেন না।
অনেক সময় নিমপাতা বেটে গায়ে মেখে কিছুক্ষণ পরে গোসল করলে চুলকানি কমে। বেশী সমস্যা হলে ডাক্তার দেখান।
Anik from Dhaka
আমার লিঙ্গের বাম ও daন পাশে অর্থাত্ জেta কে ‘পিছলি’ বোলে, সেখানে সমস্যা। সেটা হলো- প্রথম দিকে জায়গা টা ছল্কাত, আমি এ ছল্কাতাম। পরে, বর্তমানে জায়গা টা কিছুটা অন্য রঙের হয়ে গেছে। এবং একটা হালকা চামড়ার গন্ধ পাওয়া যায় মাঝে মাঝে। এই জায়গা আমি daily অনেকবার পানি দিয়ে ধুয়ো। ঢুলে কিছু ময়লা আছে। আমি এখন কি করতে পারি। আমাকে দয়া করা কিছু পরামর্শ দিন !! Typing a kichu Problem.. Tik moto bangla likhte pari na.. Sorry for this
Bangla Health
একটু পরিস্কার-পরিচ্ছন্নতা অবলম্বন করলেই চুলকানির হাত থেকে রেহাই পাবেন। ঢিলেঢালা আন্ডারওয়ার ও প্যান্ট পরবেন। কোন খাবারে এলার্জি থাকলে সেগুলো এড়িয়ে চলবেন। আশা করি চুলকানি ছাড়া আর কোন সমস্যা নাই।