জীবনের অতি করুণ দশা-করলিরে তুই মশা- এমন হাজার ব্যথাময় গীতি কবিতা প্রতিদিনই করুন সুরে বেজে ওঠে এদেশের মশার উৎপাতের ভুক্তভোগীদের অন্তরে। অতিক্ষুদ্র এই প্রাণীটা সৃষ্টির সেরা মানুষের জীবনটা যেভাবে অতিষ্ঠ করে তোলে তা ভাবতে গেলে সত্যিই অবাক হতে হয়। সময় বদলেছে, কারও কাছে মাথা নোয়াবার পাত্র বাঙালি নয়। এ প্রমাণ বিশ্ববাসী বহুবার পেয়েছে। আর তাই মশার কাছে হার মানবার প্রশ্নই আসে না। আমাদের মশা নিধনের যুদ্ধ করতেই হবে। জানতে হবে মশা সম্পর্কে সবকিছু। সাধারণত শীতের চেয়ে গরমের সময় মশার প্রজনন বৃদ্ধি পায়। মশা কেবল জীবনই অতিষ্ঠ করে না সাথে সাথে সে নানা রোগ-জীবাণু প্রচারের দায়িত্ব নিয়েছে। তাই মশা সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে। মশা জমানো পানিতে ডিম পাড়ে এবং ছয়-সাত দিনে নিজের বংশ বিস্তার করে। মশার মাধ্যমে মানুষ আক্রান্ত হতে পারে ডেঙ্গু ও ম্যালেরিয়ায়। তাই সাবধান!
প্রতিরোধের উপায়
মশা থেকে রক্ষা পেতে হলে সর্বপ্রথম মশার জন্মনিয়ন্ত্রণ করতে হবে। আপনার চার পাশে কোথাও পানি জমাবেন না। পানি জমতে পারে এমন কোনো পাত্র বা স্থান সব সময় পরিষ্কার রাখুন। ঘুমানোর আগে মশারি টানিয়ে নিন। ব্যবহার করতে পারেন মশা নিধন ‘স্প্রে’। পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। ঘরের জানালায় নেট কিংবা পর্দা ব্যবহার করুন। একদম খালি গা না থেকে কাপর ব্যবহার করুন। নিয়মগুলোর অনুসরণে মশার উৎপাত অবশ্যই বন্ধ হবে।
প্রতিরোধের জিনিসপত্র
মশারি হলো মশা প্রতিরোধের অন্যতম উপকরণ। ৩০-৩৫ টাকা গজ প্রতি নিজের ইচ্ছেমতো মশারি বানিয়েও নিতে পারেন অথবা গুলিস্তান, নিউমার্কেট, ফুলবাড়িয়াসহ রাজধানীর যে কোনো মার্কেট বা দোকান থেকে তৈরি মশারি কিনে নিতে পারেন সুলভমূল্যে। আরেকটি উপাদান জানালার নেট। ৩০-৪০ টাকা ফুট প্রতি আপনার প্রয়োজনমতো কিনে নিতে পারেন কাওরানবাজার, কাপ্তানবাজার, নয়াবাজার, চকবাজারসহ প্রভৃতি বাজার থেকে। ব্যবহার করতে পারেন বৈদ্যুতিক র্র্যাকট। বিভিন্ন মার্কেট ছাড়াও ভ্রাম্যমাণ দোকান থেকে সংগ্রহ করতে পারেন প্রয়োজন মোতাবেক এই উপাদানটি। দাম পড়তে পারে ২৮০-৩০০ টাকা। এছাড়া মশা নিধনের জন্য বিভিন্ন কোম্পানি কয়েল ও স্প্রে তো থাকছেই। তবে সবচেয়ে বেশি প্রয়োজন আপনার সচেতনতা। সচেতন হোন এবং মশার উৎপাত প্রতিরোধের জন্য যথাযথ ব্যবস্থা নিন। মশা হার মানবেই।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ১৫, ২০১০
Leave a Reply