এলোপিসিয়া এরিয়েটা একটি ভিন্ন ধরনের চুল পড়ার অসুখ। এক্ষেত্রে এক বা একাধিক স্থানে গোলাকৃতি হয়ে চুল ওঠে বা পড়ে যায়। এই চুল ওঠা সাধারণত মাথায়, চোখের ভ্রু, গোঁফ বা দাড়িতে দেখা যেতে পারে।
এই রোগ প্রাপ্ত বয়স্ক ও শিশু সবারই হতে পারে। যেসব পরিবারে অ্যাজমা, থাইরয়েডের অসুখ, শ্বেতী বা ভিটিলিগো, লুপাস ইরাথথমেটাস, রিউমাইয়েড আর্থ্রাইটিস, পারনিসিয়াস এনিমিয়া ইত্যাদি রোগ রয়েছে যেসব পরিবারের লোকজনের এলাপিসিয়া এরিয়েটা দেখা দিতে পারে।
এলোপিসিয়া এরিয়েটা হলে আমাদের দেশে তেলাপোকা বা অন্যকোনো পোকা চুল খেয়ে ফেলেছে এমনটা ধারণা করা হয়ে থাকে। এ রকম ভ্রান্ত ধারণা দূর হওয়া প্রয়োজন।
এক্ষেত্রে নানারকম পরীক্ষা করে অন্যান্য রোগের সাথে পার্থক্য করা প্রয়োজন, যেমন অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি পরীক্ষা লুকাস ইরাইথমেটাসের জন্য, ফাঙ্গাস পরীক্ষা ইত্যাদি।
এলোপিসিয়া এরিয়েটা অনেক সময় এমনিতেই ভাল হয়ে যেতে পারে। তবে ভাল না হলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। অবহেলা না করে এই রোগের চিকিৎসা করানো প্রয়োজন।
ডা. ওয়ানাইজা
চেম্বার : জেনারেল মেডিক্যাল হাসপাতাল (প্রা.) লি., ১০৩, এলিফ্যান্ট রোড (তৃতীয় তলা), বাটা সিগন্যালের পশ্চিম দিকে, ঢাকা। মোবাইল : ০১৯১১৫৬৬৮৪২।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ১৮, ২০০৯
Leave a Reply