জন্মনিয়ন্ত্রণ
সমস্যা : আমার বয়স ২২ বছর। বিবাহিত। আমি এক বার এমআর করিয়েছি। তা সম্পূর্ণ না হওয়াতে আরও দুই বার তা করা হয়। আমরা দুই বছর পর সন্তান নিতে চাই। ভবিষ্যতে কোনো অসুবিধা হবে কী? কত দিনপর বাচ্চা নেয়া উচিত? আমি তো এখন আগের মতো কাজ কর্ম বা হাল্কা ব্যায়াম করতে পারব কি-না পরামর্শ দিলে উপকৃত হবো।
তনিমা রহমান,
খুলনা
সমাধান :
বার বার এমআর করালে প্রদাহ এবং ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। আপনি বড়ি সেবন করুন। পরিবার পরিকল্পনা সেন্টারে দিয়ে বিস্তারিত জেনে নিন। বিয়ের ৩-৫ বছরের মধ্যে অন্তত একটি সন্তান হওয়া উচিত।
পরামর্শ দিয়েছেন-
ডা. রওশন আরা খানম
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ১৮, ২০০৯
Leave a Reply