অনিয়মিত মাসিক
সমস্যা : আমার বয়স ২৫ বছর। অবিবাহিতা। মাসিক নিয়মিত। তবে তা কখনও নির্দিষ্ট সময়ে হয় না। তারিখ ক্রমাগত পিছিয়ে যায়। এর জন্য আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কেন এমন হয় এর সমাধান আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সমাধান :
স্রাব অতিরিক্ত না হলে চিন্তার কোনো কারণ নেই। এটা স্বাভাবিক হিসাবে ধরে নেয়া হয়। এতে ঘাবড়ানোর কারণ নেই। ৩-৫ দিন আগে বা পরে হয়। বের হবার আগে সামান্য কিছু ব্যবস্থা নিয়ে নিন। যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে স্থানীয় কোনো স্ত্রীরোগ বিশেষজ্ঞের শরনাপন্ন হোন।
পরামর্শ দিয়েছেন-
ডা. রওশন আরা খানম
প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ
ঢাকা মেডিক্যাল
কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ১৮, ২০০৯
harun
hasto moitun somporke kichu bolben.
shayla
ami bibahita.mashik biyer a moth por theke oniyomito hoy ar shada srub hoy.mashik er shomoy prochondo pet a pain o hoy sheta biyer ageo chilo tokon dr ekhiyechilam uni bolechilen biye hole pain thik hoye jabe kintu akono thik hoy ni.plz amk aktu bolun mashik oniyomito howa r shada srub howar karon ki??